Saturday, August 30, 2025
বাড়িখবররাজ্যচলতি অর্থবছরে বিভিন্ন স্কুলে নতুন বাড়ি তৈরি করতে ২৬৪ কোটি টাকা ব্যয়...

চলতি অর্থবছরে বিভিন্ন স্কুলে নতুন বাড়ি তৈরি করতে ২৬৪ কোটি টাকা ব্যয় করা হবে – মুখ্যমন্ত্রী

প্রকৃত শিক্ষায় শিক্ষিত এবং জ্ঞান অর্জনকারী ছাত্রছাত্রীরাই আগামীদিনে দেশ ও আমাদের রাজ্যের উন্নতি ও প্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। পরীক্ষায় ভালো ফলাফল করার পাশাপাশি ছাত্রছাত্রীদের দেশ ও সমাজের কথাও চিন্তা করতে হবে। তাদের সর্বাঙ্গীণ বিকাশের জন্য পড়াশুনা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড, সামাজিক বিভিন্ন কর্মযজ্ঞে সামিল হতে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে হবে। আজ বিশালগড় নতুন টাউনহলে বিবেকানন্দ শিশু নিকেতন বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত মাধ্যমিক পরীক্ষায় বিশেষ সাফল্যের জন্য কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের সূচনা করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শনে সারা দেশে নয়া শিক্ষানীতি চালু করা হয়েছে। রাজ্যের বিভিন্ন বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে নয়া শিক্ষানীতি রূপায়ণ করা হচ্ছে। গুণগত শিক্ষার প্রসারে রাজ্য সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এই প্রসঙ্গে তিনি বিদ্যাজ্যোতি প্রকল্প, সুপার ৩০, আরক্ষা কর্মীদের জন্য মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার, ট্যালেন্ট সার্চ কর্মসূচি প্রভৃতি উদ্যোগের কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত ৪২৬টি স্কুলে বৃত্তিমূলক শিক্ষা এবং ৮০০টি স্কুলে স্মার্ট ক্লাস চালু করা হয়েছে। চিফ মিনিস্টার্স স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং প্রকল্পে এখন পর্যন্ত ২০০ জন মেধাবী ছাত্রছাত্রীকে ৬০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় এখন পর্যন্ত ১৪০ জন ছাত্রীকে স্কুটি দেওয়া হয়েছে। বিনামূল্যে ১ লক্ষ ২২ হাজার ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, গতবছর বিভিন্ন বিদ্যালয়ের নতুন ভবন তৈরি করতে ব্যয় হয়েছে ১৫৩ কোটি টাকা। চলতি অর্থবছরে বিভিন্ন স্কুলে নতুন বাড়ি তৈরি করতে ২৬৪ কোটি টাকা ব্যয় করা হবে। তাছাড়া বিভিন্ন স্কুল সংস্কারে ব্যয় করা হবে ১৫১ কোটি টাকা। রাজ্যের উন্নয়নমূলক কাজে সব অংশের মানুষকে সামিল হতে মুখ্যমন্ত্রী আহ্বান জানান।

অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বিবেকানন্দ শিশু নিকেতন বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন টি.আই.ডি.সি.-র চেয়ারম্যান এবং বিবেকানন্দ এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি নবাদল বণিক। স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক রাজেশ সুর চৌধুরী। আজ এই অনুষ্ঠানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় স্থানাধিকারী সুমিত দেবনাথ, অষ্টম স্থানাধিকারী দীপজয় সূত্রধর, নবম স্থানাধিকারী যুগ্মভাবে দৃষ্টি দেবনাথ ও মৃন্ময়ী দেব এবং দশম স্থানাধিকারী অনির্বাণ চক্রবর্তীর হাতে মুখ্যমন্ত্রী সংবর্ধনা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন বিবেকানন্দ শিশু নিকেতন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীশ ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় পুরপরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, সিপাহীজলা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী, পুলিশ সুপার বিজয় দেববর্মা সহ অন্যান্য অতিথিগণ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 + 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য