Saturday, August 9, 2025
বাড়িখবররাজ্যঅটো থেকে উদ্ধার ১ কোটি ৩৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট ,গ্রেপ্তার চালক

অটো থেকে উদ্ধার ১ কোটি ৩৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট ,গ্রেপ্তার চালক

এক অটোতে তল্লাশি চালিয়ে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল আমতলী থানার পুলিশ। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য ১ কোটি ৩৫ লক্ষ টাকা ।ঘটনায় অটো চালক সুবীর সূত্রধর কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের চোখে ধুলো দিয়ে রাজধানীতে বহিরাজ্য থেকে প্রবেশ করছে কোটি কোটি টাকা মূল্যের নেশা সামগ্রী। এই নেশা সামগ্রী গুলি নেশা বিক্রেতারা গোটা রাজ্যে ছড়িয়ে দিচ্ছে ।বৃহস্পতিবার রাতে এক অটোতে চল্লাচি চালিয়ে পুলিশ ১ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ।এই নেশা সামগ্রী উদ্ধারের পেছনে মূল কৃতিত্ব রয়েছে ওসি পরিতোষ দাসের নেতৃত্বাধীন আমতলী থানার পুলিশের ।বিশ্বস্ত সূত্রে জানা গেছে, খয়েরপুর আমতলী সড়কে বৃহস্পতিবার রাতে কিছু যুবক একটি সন্দেহজনক অটোকে থামাতে যায় ।কিন্তু অটো চালক দ্রুত গতিতে অটো চালিয়ে আমতলীর দিকে যেতে থাকে ।এতে সন্দেহ বাড়ে স্থানীয় যুবকদের ।তারা বিষয়টি আমতলী থানায় জানান ।গোপন সংবাদে এই খবর পেয়ে আমতলী থানার ওসি পরিতোষ দাসের নেতৃত্বে পুলিশ খয়েরপুর আমতলী বাইপাস রোডে অভিযানে নামে ।এই ক্ষেত্রে পুলিশ একাধিক দলে বিভক্ত হয়ে অভিযান চালায়। আর এই অভিযানেই খয়েরপুর আমতলী বাইপাস রোডের নীলগিরি ধাবা সংলগ্ন এলাকা থেকে টি আর ০১ এল ৩৯৩২ নম্বরের অটোটি আটক করতে সক্ষম হয় পুলিশ। অটোতে তল্লাশি চালিয়ে নটি প্যাকেট থেকে পুলিশ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।এই উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর বাজার মূল্য আনুমানিক এক কোটি 35 লক্ষ টাকা ।পরবর্তী সময়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার নমিত পাঠক ।তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সংবাদ জানান। পুলিশ সুপার আরো জানান ,এই ঘটনায় অটোচালক সুবীর সুত্রধর কে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার তদন্ত চালিয়েছে পুলিশ।

এদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে ,এই ঘটনায় ধৃত অটোচালক সুবীর সূত্রধর কে জিজ্ঞাসাবাদ চালিয়ে নেশা কারবারের সাথে জড়িত অন্তত দুইজন রাঘব বোয়ালের নাম জানতে পেরেছে পুলিশ ।সেই মতো পুলিশ রাতেই সংশ্লিষ্ট দুই নেশাকারবারির বাড়ি ঘেড়াও করে অভিযান চালায়। শুক্রবার সকাল পর্যন্ত এই অভিযান চলে বলে জানা গেছে ।এই পুলিশি অভিযানে একাধিক নেশাকারবারিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে ।কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে পুলিশ নীরব ভূমিকা পালন করে চলছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য