কর্তব্যে আরো বেশি নিষ্ঠাবান হতে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের পাঠ দিলেন মুখ্যমন্ত্রী ।বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে দন্ত চিকিৎসক ,নার্স ও কমিউনিটি হেলথ অফিসারদের রাজ্য ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন করে এই পাঠ দেন মুখ্যমন্ত্রী ।তিনি স্পষ্ট ভাষায় জানান, দায়সারা মনোভাব নিয়ে কাজ করলে চলবে না ।
বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে নেশনেল ওরাল হেলথ প্রোগ্রাম এবং ন্যাশনাল হেলথ মিশনের যৌথ ব্যবস্থাপনায় দন্ত চিকিৎসক, নার্স ও সামাজিক স্বাস্হ্য আধিকারিকদের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,রাজ্য বাসীর একটা বৃহৎ অংশের মধ্যে এখনো সচেতনতার অনেক অভাব রয়েছে ।তারা জানেনই না যে ২৫০ কোটি টাকা ব্যয় করে সুপার স্পেশালিটি ব্লক করা হয়েছে। বর্তমান সময়ের সাথে পাল্লা দিতে কর্পোরেট স্টাইলে নয়টি সুপার স্পেশালিটি শুরু হয়েছে এই ব্লকে ।মানুষ এই খবর জানেন না ।তারা নিজেদের উপর আস্থা হারিয়ে চিকিৎসার জন্য বাইরে চলে যাচ্ছেন ।এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যে ম্যানপাওয়ার রয়েছে তা দিয়েই মানুষের স্বাস্থ্যপরিসেবার কাজ সচল রাখতে হবে ।তিনি বলেন, একটি ক্লিনিকে যদি একজন চিকিৎসক দিয়ে কাজ চলে তবে হাসপাতালের 2/3 জন চিকিৎসক থাকা সত্ত্বেও কাজ চলবে না তা হতে পারে না ।রাজ্যের চিকিৎসকদের উদ্দেশ্য করে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানান, হাসপাতালে গেলাম দায়সারা ভাবে কাজ করলাম এলাম ক্লিনিকে চলে গেলাম এমন করলে চলবে না। চিকিৎসকদের সময় মেনে যেতে হবে কাজ করতে হবে ।ডাক্তারদের 24×7 যেকোনো দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
এই অনুষ্ঠানে সবুজ পতাকা নেড়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের একটি রক্ত সংগ্রহের গাড়ির পরিষেবার সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।