সবকা সাত সবকা বিকাশ বিশ্বাস ও প্রয়াস সম্পর্কে প্রকৃতি থেকে আমাদের শেখা উচিত ।কারণ প্রকৃতি আমাদের বেঁচে থাকার রসদ যোগায় ।বৃহস্পতিবার ত্রিপুরা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে রক্তদান শিবির ও বনমহোৎসব কর্মসূচির উদ্বোধন করে এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।
বৃহস্পতিবার ত্রিপুরা মেডিকেল কলেজ এবং নার্সিং কর্মচারী সংঘের উদ্যোগে এক রক্তদান শিবির এবং বন মোহোৎসব এর আয়োজন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।এই উপলক্ষে বৃক্ষরোপণ করেন মুখ্যমন্ত্রী ।পরে প্রদীপ জ্বালিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন তিনি। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,এই ধরনের অনুষ্ঠান আয়োজন করায় তিনি খুব খুশি ।তিনি করেন, আমাদের বাঁচার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো গাছ। প্রধানমন্ত্রী বলেছেন এক পেড় মাকে নাম। অর্থাৎ মাকে শ্রদ্ধা জানিয়ে বৃক্ষ রোপন করা ।মুখ্যমন্ত্রী বলেন, আমরা গাছ থেকে অক্সিজেন নেই ,গাছও আমাদের থেকে কার্বন ডাই-অক্সাইড নেয়। রক্তদান সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন ,আজ ধর্ম নিয়ে গোটা বিশ্বে অনেক অশান্তি ।কিন্তু রক্তের কোন ধর্ম নেই ।কার রক্ত কোথায় যাচ্ছে তা কেউ জানে না ।তিনি বলেন ,সবকা সাথ সব বিকাশ বিশ্বাস ও প্রয়াস সম্পর্কে প্রকৃতি থেকে আমাদের শেখা উচিত।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পূর্বতন সরকারের বিভিন্ন প্রসঙ্গ উত্থাপন করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এক হাত নেন তিনি । মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন, আমাদের সবাইকে একে অপরের জন্য বেঁচে থাকতে হবে। পূর্বেকার সরকার এই নিয়ে চিন্তা করেনি। সে সময় একটা বিভেদের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল ।কর্মচারী মানেই তাকে জিন্দাবাদ করতেই হবে ।এই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে এসেছি।এগন চাওয়ার আগেই আমরা সব কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তিনি জানান ,তিনি এসে কর্মচারীদের ২৯ পার্সেন্ট DA দিয়েছেন । DA’র ব্যবধান কমানোর উদ্যোগ চলছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকাল বড় বড় কথা বলছেন ।তিনি কি করেছেন তা আমরা সবাই জানি ।এইগুলি বলে বেড়ানোর চেয়ে কাজ করা নিয়ে বর্তমান সরকার অনেক বেশি চিন্তিত ।প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন উনিশ হাজার চাকরি দেওয়া হয়েছে। তাতে এদের সমস্যা কোথায় ।মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের সময়ে ১০৩২৩ চাকরির কথা সকলেই জানেন ।দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত এই চাকরিকে অবৈধ বলে ঘোষণা করেছে ।বর্তমান সরকার স্বচ্ছতা বজায় রেখে চাকরি দিচ্ছে ।এতে ওদের গাত্রদাহ হচ্ছে।
এই বৃক্ষরোপণ এবং রক্তদান শিবির অনুষ্ঠানে বিভিন্ন রোগীদের মধ্যে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয় ।এদের মধ্যে ১৪ বছরের নিচের শিশুরাও ছিল।