রাজ্যে গাজা বাণিজ্য পাচার প্রায়ইসই চলছে কখনো গাড়ি দিয়ে আবার কখনো রেল ব্যবহার করে বহি রাজ্যে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে পাচারকারীরা তাদের পাচার বাণিজ্য রোধে সাফল্য পাচ্ছে না পুলিশ। সোমবার রাত্রিতে এয়ারপোর্ট থানার পুলিশ রুটিন চেকিং এর সময়ে একটি অটোকে আটক করলে তার ভেতরে তল্লাশি চালিয়ে ১১ কেজি শুকনো গাজা সহ দুই নাবালক গাঁজা পাচারকারীকে আটক করে এয়ারপোর্ট থানার পুলিশ। মঙ্গলবার এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল জানান রুটিন চেকিং এর সময়ে আগরতলা এয়ারপোর্ট রোডে একটি অটোতে ধাওয়া করে আটক করলে অটোর ভেতর থেকে ১১ কেজি ৪০০ গ্রাম গাঁজা পাওয়া যায় এই ঘটনায় অটুর চালকসহ অন্যজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে পিএস আইনে মামলা নেওয়া হয় মঙ্গলবার তাদেরকে আদালতের তোলা হবে বলে জানান তিনি।