প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এগারো বছর পূর্তিতে ভারতবর্ষের উন্নয়নে নেওয়া বিভিন্ন কর্মসূচি সম্পর্কের জনগণকে অবহিত করতে প্রত্যেক বাড়ি বাড়িতে যাচ্ছে রাজ্য বিজেপি দল। মঙ্গলবার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ৩৫ নং ওয়ার্ড অন্তর্গত বিভিন্ন বাড়িতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর জনকল্যাণের বিভিন্ন প্রকল্প ও রাজ্য সরকারের জনগণের উন্নয়নের যে সকল প্রকল্প চালু করেছে সেই সকল বিষয় তুলে ধরে বিজেপি শহর সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য। উনার সঙ্গে ছেলের ৩৫ নং ওয়ার্ডের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজও পরিদর্শন করেন। অসীম বাবু জনগণের সঙ্গে কথা বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন জনগণ খুশি এই উন্নয়নমূলক কাজে। এই এলাকায় জলের সমস্যা ছিল যা নিরসন করা হয়েছে বলেও জানান তিনি।