Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যবইমেলার দশম দিনে ১৯ লক্ষ ৮৬ হাজার ৭৯২ টাকার বই বিক্রি

বইমেলার দশম দিনে ১৯ লক্ষ ৮৬ হাজার ৭৯২ টাকার বই বিক্রি

৪০ তম আগরতলা বইমেলার ছিল একাদশতম দিন । হাঁপানিয়াস্থিত বইমেলায় কবি ও কবিতার মঞ্চে ও কবিতার মঞ্চে আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয় । এছাড়া এই মঞ্চে ‘ ত্রিপুরার চিত্র শিল্পের ক্রমবিকাশ ’ বিষয়ক আলোচনাচক্র অনুষ্ঠিত হয় । আলোচনাচক্রে রাজ্যে চিত্র শিল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রমিতপূর্ণ পাল , বিশ্বরঞ্জন দেবনাথ এবং অভিজিৎ ভট্টাচার্য । সঞ্চালনা করেন মিতালী গঙ্গোপাধ্যায় । গতকাল বইমেলার দশম দিনে মোট ১৯ লক্ষ ৮৬ হাজার ৭৬২ টাকার বই বিক্রি হয়েছে । তাছাড়া আজ বইমেলার মূল সাংস্কৃতিক মঞ্চ প্রয়াত সংগীত শিল্পী শান্তনু সাহার নামে উৎসর্গ করা হয় । আজকের অনুষ্ঠানে রামায়ণ গান পরিবেশন করেন শিল্পী বিজয়লক্ষ্মী সিনহা । এছাড়া রাজের বিশিষ্ট শিল্পীগণ সমবেত নৃত্য , সমবেত সংগীত , পঞ্চকবির গান , একক আবৃত্তি , একক সংগীত পরিবেশন করেন । সমর্পণ সংস্থা শ্রুতি নাটকে অংশ নেয় । তাছাড়া আইজিএম হাসপাতালের পক্ষ থেকে বইমেলায় ই – ব্লাড ক্যাম্পের আয়োজন করা হয় । গত ৩ এপ্রিল পর্যন্ত এই ক্যাম্পে ৬০ জন স্বেচ্ছায় রক্তদান করেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য