Saturday, July 26, 2025
বাড়িখবররাজ্যবার কাউন্সিল অফ ত্রিপুরার সার্টিফিকেট নিলেন নবাগত আইনজীবীরা

বার কাউন্সিল অফ ত্রিপুরার সার্টিফিকেট নিলেন নবাগত আইনজীবীরা

ত্রিপুরা হাইকোর্টে নাম নথিভুক্ত করলেন ৮০ জন নতুন আইনজীবী ।সোমবার হাইকোর্ট কমপ্লেক্সে নতুন আইনজীবীদের হাতে শংসাপত্র তুলে দেন ত্রিপুরা হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডক্টর টি অমরনাথ গৌড়।

হাইকোর্টে আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করালেন নতুন উত্তীর্ণ হওয়া ৮০ জন আইনজীবী। সোমবার এনরোলমেন্ট ডে উদযাপন উপলক্ষে বার কাউন্সিল অফ ত্রিপুরা হাইকোর্ট কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি ডক্টর টি অমরনাথ গৌড়। এছাড়াও উপস্থিত ছিলেন বিচারপতি সব্যসাচী দত্ত, বিচারপতি বিশ্বজিৎ পালিত, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, ত্রিপুরা বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক ,বিশিষ্ট আইনজীবী সম্রাট কর ভৌমিক, শংকর দেব, কল্যাণ নারায়ন ভট্টাচার্য প্রমূখ ।এই অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডক্টর টি অমরনাথ গৌড় নতুন আইনজীবীদের হাতে শংসাপত্র তুলে দেন ।এই প্রসঙ্গে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডঃ টি অমরনাথ গৌড় জানান ,এখন থেকে নবাগতরা আইনের কাজ করতে পারবেন ।এদিন ৮০ জন নতুন আইনজীবীর হাতে সার্টিফিকেট প্রদান করা হয়েছে ।নবাগত আইনজীবীদের পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার উপদেশ দেন ত্রিপুরা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডক্টর টি অমরনাথ গৌড়।

এদিন হাইকোর্টের কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বরিষ্ঠ আইনজীবীদের সাথে পরিচিত হন নবাগতরা। এনরোলমেন্ট সার্টিফিকেট পেয়ে খুশি নবাগত আইনজীবীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য