Sunday, July 20, 2025
বাড়িখবররাজ্যসাংসদ তহবিল থেকে গ্রীনএ্যারো ক্লাবকে এম্বুলেন্স প্রদান করলেন রাজীব ভট্টাচার্য

সাংসদ তহবিল থেকে গ্রীনএ্যারো ক্লাবকে এম্বুলেন্স প্রদান করলেন রাজীব ভট্টাচার্য

অসহায় এবং দুর্গতদের পাশের দাঁড়ানোর জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানালেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। রবিবার প্রতাপগড়ের গ্রীন এরো ক্লাবে সাংসদ তহবিল থেকে এম্বুলেন্স প্রদান করে এই আহ্বান জানান তিনি।

সাংসদ তহবিল থেকে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের গ্রীনএরো ক্লাবকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। বৃষ্টিস্নাত রবিবারে এই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন তিনি। এই উপলক্ষে গ্রীন এরো ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ,সমাজসেবী স্বপ্না দাস ,ক্লাব সম্পাদক রঘুনাথ লোধ সহ প্রতাপগরের বিশিষ্ট জনেরা। এম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন ,প্রবল বর্ষণের ফলে অনেক সময় প্রতাপগড় এলাকায় বন্যা পরিস্হিতির সৃষ্টি হয়।এই পরিস্থিতিতে জলমগ্ন অসহায় এবং দুর্গতদের উদ্ধারে সকল এলাকাবাসি সমাজ সেবায় ঝাঁপিয়ে পড়েন। অতি সাম্প্রতিককালের বন্যার সময়ও এলাকাবাসী নিজেদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন ।এই বিষয়টি তাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে ।এরই মধ্যে গ্রীন এরো ক্লাব যখন উনার কাছে একটি অ্যাম্বুলেন্স প্রদানের দাবি জানান তখন তিনি সাথে সাথে এর উদ্যোগ গ্রহণ করেন ।সাংসদ রাজীব ভট্টাচার্য আরো জানান, অসহায় এবং দুর্গতদের পাশে প্রতাপগড়বাসীর এগিয়ে আসার এই মানসিকতা আগামী দিনেও জারি থাকবে বলে তিনি আশা করেন । পাশাপাশি দুর্গত এবং অসহায় জনগণের সেবায় বিশেষ করে যুব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

এদিন সাংসদ তহবিল থেকে এম্বুলেন্স প্রদান করায় বেজায় খুশি এলাকাবাসী। এলাকাবাসীর অভিমত ,গ্রীন এরো ক্লাবের এই অ্যাম্বুলেন্স পরিষেবা তাদের বিশেষ উপকারে লাগবে ।এর জন্য সাংসদ রাজিব ভট্টাচার্যকে অভিনন্দন জানান প্রতাপগড়বাসী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen + 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য