রাজধানীর মেলার মাঠের এক দোকানে সাম্প্রতিক চুরির ঘটনায় পশ্চিম থানার পুলিশের হাতে ধরা পরল দুই চোর ।ধৃত দুই অভিযুক্তের নাম যথাক্রমে অমিত দেব এবং সজল দেবনাথ ।পুলিশ তাদের কাছ থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করেছে।
গত ১১ জুলাই রাতে রাজধানীর মেলার মাঠের এসডি এন্টারপ্রাইজ নামে একটি দোকানে চুরির ঘটনা ঘটে। চোরের দল দোকানের ছাদে হোল করে ভেতরে প্রবেশ করে একটি ল্যাপটপ, কিছু নগদ টাকা ও অন্যান্য সামগ্রী নিয়ে যায় ।দোকান মালিকের সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে পশ্চিম থানার ওসি পরিতোষ দাস বটতলা ফাড়ী থানার ওসি শুভজিৎ দেবকে নিয়ে একটি SIT গঠন করে। বিশেষ তদন্তকারী দলটি চুরির ঘটনার তদন্তে নেমে দোকানের সিসি টিভির ক্যামেরা থেকে চোরের পেছনের দিকের অংশটি সংগ্রহ করে ।এর সাথে সম্প্রতি আদালত চত্বর থেকে ব্যাটারি চুরি হওয়ার ঘটনাটিও জুড়ে তদন্ত শুরু করে পুলিশ ।তদন্তে নেমে বুধবার রাতে আমবাসা থেকে অমিত দেব নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।তার বাড়ি থেকে চুরি যাওয়া ল্যাপটপ এবং অন্যান্য সামগ্রী গুলিও পুলিশ উদ্ধার করতে সক্ষম হয় ।পরে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সজল দেবনাথ নামে আরও এক চোরকে পশ্চিম থানার পুলিশ জালে তোলে। বৃহস্পতিবার পশ্চিম থানায় বসে এই ঘটনা জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় ।তিনি জানান, এই চুরিকান্ডে মূল অভিযুক্ত অমিত দেব ।সজল দেবনাথ তার সহযোগী ছিল।
এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান ,শহরের বিভিন্ন স্থানে চুরির ঘটনায় অভিযুক্তরা যুক্ত রয়েছে কিনা সেই বিষয়ে বিশদ জানতে ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। পুলিশ রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন চুরির ঘটনাগুলি পুলিশ খতিয়ে দেখবে বলে জানান তিনি।