Sunday, August 31, 2025
বাড়িখবররাজ্যরাজধানীর দশমিঘাট এলাকায় নেশা দ্রব্য সহ আটক ২ নেশা পাচারকারী

রাজধানীর দশমিঘাট এলাকায় নেশা দ্রব্য সহ আটক ২ নেশা পাচারকারী

এলাকাবাসী এবং পুলিশের সহযোগিতায় আটক দুই নেশা বিক্রেতা ।ঘটনায় উদ্ধার প্রচুর বিলেতি মদ। ঘটনা রবিবার রাতে রাজধানীর দশমী ঘাট ক্লাব এলাকায়।

রবিবার রাত ন’টা নাগাদ দশমী ঘাট ক্লাবের কিছু সদস্য দশমী ঘাট ক্লাবের সামনে TR-01-BG-0302 নম্বরের একটি মারুতি ভ্যান আটক করে ।ভ্যানে প্রচুর পরিমাণ বিলেতি মদ ছিল। দুজন লোক এই ভ্যানে করে নেশা সামগ্রী বটতলা থেকে মহাবীর ক্লাবের দিকে নিয়ে যাচ্ছিল। ক্লাবের যুবকরা বটতলা ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে বটতলা ফাড়ির পুলিশ এসে মারুতি ভ্যানে থাকা বিলেতি মদ উদ্ধার করেন। পুলিশ গাড়িতে থাকা দুজনকেও আটক করে থানায় নিয়ে যান ।এদিন দশমিঘাট এলাকার এক যুবক জানান ,মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং এলাকার বিধায়ক তথা আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদারের আহ্বানে সাড়া দিয়ে তারা এলাকায় নেশা বিরোধী অভিযান সংঘটিত করে চলছেন ।এই অভিযানে হুমকি ধমকিও পান তারা। কিন্তু রাজ্যকে নেশা মুক্ত করতে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের আহবানে সারা দিয়ে সব ধরনের হুমকি-ধমকি পড়ুয়া না করেই এই ধরনের নেশা বিরোধী অভিযান তারা চালিয়ে যাবেন।

এই অভিযান সম্পর্কে পুলিশ আধিকারিক জানান ,তারা দশমীঘাট ক্লাব এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান এবং মারুতি ভ্যানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ উদ্ধার ও দুই ব্যক্তিকে আটক করেন। ধৃতরা হল মদন সরকার এবং আকাশ সরকার ।তাদের বাড়ির লঙ্কা মুড়া এলাকায়। পুলিশ আধিকারিক আরো জানান ,গাড়ি থেকে প্রায় একশ বোতল বিলেতি মদ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য নেশা পাচারকারীরা নেশা দ্রব্য পাচার করার ক্ষেত্রে বটতলা দশমী ঘাট জয়পুর এলাকাটি সম্প্রতি ব্যবহার করে চলছে ।এই রাস্তা ধরে উত্তর এবং দক্ষিণ উভয়দিকেই যাওয়া যায়। রবিবারের আটককৃত বিলেতি মতগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য