আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের পবিত্র হজ যাত্রার জন্য আবেদন প্রক্রিয়া । আবেদনের সময়সীমা ৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত । ইচ্ছুক হজযাত্রীরা হজ কমিটির অফিসিয়াল পোর্টাল https://hajcommittee.gov.in অথবা “HAJ SUVIDHA” মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবে। বৃহস্পতিবার ত্রিপুরা হজ কমিটির উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন কমিটির চেয়ারম্যান শাহ আলম ।
এছাড়া ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম আরও জানান আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত নির্দেশিকা এবং অঙ্গীকারপত্র ভালোভাবে পড়ে আবেদনপত্র পূরণ করতে হবে। হজ যাত্রার জন্য আন্তর্জাতিক ভারতীয় পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। তাছাড়া আবেদনকারীরা যেন তারা আবেদন করার আগে নিজেদের মানসিক ও শারীরিক প্রস্তুতি ভালোভাবে যাচাই করারও আহবান জানিয়েছেন তিনি ।