Saturday, August 30, 2025
বাড়িখবররাজ্যচুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ এক চোরকে গ্রেপ্তার করল পূর্ব থানার পুলিশ

চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ এক চোরকে গ্রেপ্তার করল পূর্ব থানার পুলিশ

চুরি যাওয়া স্বর্ণের চেইনসহ এক চোরকে গ্রেপ্তার করল পূর্ব থানার পুলিশ ।ধৃত চোরের নাম বিশ্বজিৎ তাতি, বাড়ি এয়ারপোর্ট থানাধীন লক্ষী লুঙ্গা এলাকায়। ধৃত চোর বিশ্বজিৎ তাঁতিকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার আদালতে সোপর্দ করা হয়।

সম্প্রতি পূর্ব থানার অধীন চন্দ্রপুর এলাকা থেকে এক মহিলার সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায় এক দুষ্কৃতিকারী ।অভিযোগ পেয়ে সিট গঠন করে ঘটনার তদন্ত শুরু করে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী ।তদন্তি পুলিশ বিভিন্ন এলাকায় চুরি-কাণ্ডের সাথে যুক্তদের নাম এবং ছবি সহ একটি লিস্ট তৈরি করে। চুরি যাওয়া স্বর্ণের হারের মালিক বিশাখা দেবনাথ কে দেখান ।এই তালিকা থেকে চন্দ্রপুর এর বাসিন্দা বিশাখা দেবনাথ একজনকে চিনতে পারেন ।তার নাম বিশ্বজিৎ তাঁতি ,বাড়ি এয়ারপোর্ট থানাধীন লক্ষী লুঙ্গা এলাকায় ।শনিবার রাতে পূর্ব থানার পুলিশ অভিযুক্ত বিশ্বজিৎ তাঁতিকে গ্রেফতার করে ।তার কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণের হারটি উদ্ধার করে পুলিশ।এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় এই সংবাদ জানিয়েছেন ।তিনি জানান, ঘটনার সময় বিশাখা দেবনাথ বাড়িতে একাই ছিলেন। তখন দুজন যুবক এসে তার বাড়ি পরিষ্কার করে দেওয়ার জন্য বলে ।এতে রাজি হন তিনি।কাজ করার ফাঁকে দুই যুবক অস্ত্র দেখিয়ে মহিলার সোনার চেইন নিয়ে পালিয়ে যায় ।সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে জানতে ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে,। তাই তাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে ধৃত অভিযুক্ত বিশ্বজিৎ তাঁতি একটি বড় সড় চোর চক্রের সাথে যুক্ত। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে সেই চক্রটিকে জালে তোলার চেষ্টা করবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য