সরকার থেকে সমর্থন প্রত্যাহার করতে চলেছে তিপ্রা মথা। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই ইঙ্গিত দিলেন তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি জানান, লোকসভার সাংসদও পদত্যাগ করবেন। রাজধানীতে অরাজনৈতিক রেলি এবং ২০ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পরই সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পালন করেনি বিজেপি । এই অবস্থায় সরকারের অধীনে থেকে কোন লাভ নেই তিপ্রা মথার দুই মন্ত্রী ও ১১ জন বিধায়কদের ।মন্ত্রী এবং বিধায়কদের সাথে একই সঙ্গে ইস্তফা দেবেন দলের সাংসদ কৃতি সিং দেবিও। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই ইঙ্গিত দিলেন তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা ।তিনি জানান, বিভিন্ন ইস্যু নিয়ে রাজধানীতে একটি পদযাত্রা সংঘটিত করা হবে ।এই পদযাত্রাটি হবে অরাজনৈতিক। এই পদযাত্রায় উপস্থিত থাকবেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন ।এরপর আগামী ২০ জুলাই দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বৈঠকে উপস্থিত থাকবেন ।এই বৈঠকের পরেই সরকার থেকে সমর্থন প্রত্যাহারের বিষয়টি চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হবে ।বিধায়ক রঞ্জিত দেববর্মা সাংবাদিক সম্মেলনে জানান ,এডিসির কাউন্সিলের দুটি শুন্য আসন পরে রয়েছে।এখনো নির্বাচন হচ্ছে না ।ত্রিপাক্ষিক চুক্তি ছয় মাসের মধ্যে কার্যকর করার কথা থাকলেও এক বছর হয়ে গেছে। এখন পর্যন্ত তা কার্যকরী করা হচ্ছে না। ভিলেজ কমিটির নির্বাচ ন হচ্ছে না, সংবিধানের ১২৫ তম সংশোধনী এনে এডিসির হাতে আরো অধিক ক্ষমতা প্রদান করার কথা ছিল ।কোন কাজই হচ্ছে না ।এই অবস্থায় সরকারের অধীনে থাকার কোন মানে হয় না। তাই এই সিদ্ধান্ত গ্রহনের পথে হাটতে শুরু করেছে দল। ডলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সহ সব বিধায়ক এবং মন্ত্রীরা এর জন্য তৈরি হয়ে রয়েছেন ।এমন কি দলের সাংসদ কৃতি শিং দেবীও সাংসদ পথ থেকে পদত্যাগ করতে তৈরি আছেন বলে জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে বিধায়ক রঞ্জিত দেববর্মা আরও জানান ,রাজ্য সরকারে মথা দলের থেকে তিনজন মন্ত্রী থাকার কথা ছিল ।অথচ একজন কেবিনেট মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী রয়েছেন ।রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ এর বিষয়টি নিয়ে শরিক দল হিসেবে তিপ্রা মথার সাথে কোন আলোচনা করা হয়নি। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগের দিন রাত সাড়ে নয়টায় জেলাশাসকের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা এবং আমন্ত্রণ জানানো হয়েছে।