শনিবার আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের পুরাতন বিল্ডিং এর সভা গৃহে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের পৌরহিত্যে অনুষ্ঠিত হয়েছে বিমানবন্দরের অ্যাডভাইজারি কমিটির বৈঠক।
এদিনের বৈঠক প্রসঙ্গে শ্রীদেব জানান প্রতিবছরের দুইবার এই বৈঠক অনুষ্ঠিত হয় যার মধ্যে বিমানবন্দরের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে যেমন আলোচনা হয় তেমনি ভাবে বিভিন্ন সমস্যার সমাধান করা হয় আলোচনার মাধ্যমে আর যে সমস্ত সমস্যাগুলো সমাধান করা সম্ভব হয় না সেগুলি ভারত সরকারের সাথে আলোচনা করে সমাধান করা হয়।
এছাড়াও এদিন তিনি বলেন উত্তর পূর্বাঞ্চলের গুয়াহাটি বিমানবন্দরের পর এম বি বিমান বন্দরে বেশি বিমান চলাচল করে সেজন্য এই দিনের বৈঠকে বিমান সংখ্যা বৃদ্ধি করা ও যাত্রীদের যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা সহ বিমানবন্দরে কম ভাড়াই স্টল দেওয়া এবং লাইটিং বাড়ানো নিয়ে ও আলোচনা করা হয় বলে জানান তিনি।
এ দিনের বৈঠকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিমানবন্দরের ডাইরেক্টর কে সি মিনা এবং পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড: বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ড: কিরণ কুমার কে এবং অ্যাডভাইজারি কমিটির মেম্বার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাসসহ অন্যান্যরা।