বিগত কিছুদিন পূর্বে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অধিনে ল্যাব টেকনিশিয়ান, রেডিওলজি এবং ইমেজ টেকনোলজি, চক্ষু বিশেষজ্ঞের জন্য অনলাইনে নিয়োগের আহ্বান জানানো হয়েছিল এবং এর তুলনায় ২০০০০ এরও বেশি প্রার্থী অনলাইনে তাদের আবেদন জমা দিয়েছেন কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে মনে হচ্ছে বিভাগটি সার্ভারে প্রযুক্তিগত সমস্যা এবং আবেদন পুনরায় জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে আবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তির ভিত্তিতে কিছু যুবক যুবতী পুনরায় তাদের আবেদন পত্র জমা দিতে পারলেও সিংহভাগ যুবক যুবতীরা লিঙ্কের সার্ভারটি অকার্যকর অবস্থায় থাকায় তাদের আবেদনপত্র পুনরায় জমা দিতে ব্যর্থ হয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে সকল আবেদনকারী প্রার্থীর জন্য একটি অফলাইন জমা ডেস্ক পরিচালনা এবং সাত কার্যদিবসের সময় বৃদ্ধির দাবিতে দপ্তরের অধিকর্তার নিকট একটি মেমোরেন্ডাম জমা দেন । এদিন যুব কংগ্রেস সভাপতি নিল কমল সাহা সংবাদ মাধ্যমের সামনে ভবিষ্যতে যাতে সুষ্ঠুভাবে কাজ করা যায় সেজন্য অনলাইন নিবন্ধন ব্যবস্থা আপগ্রেড করার দপ্তরের নিকট অনুরোধ জানান ।