পরীক্ষার ফলাফল প্রকাশ করে অবিলম্বে উত্তীর্ণদের একসাথে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সমানে বিক্ষোভ দেখালেন এসটিজিটি পরীক্ষার্থীরা। কিছু দিনের মধ্যেই তারা সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন বলে জানান।
নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এসটিজিটি পরীক্ষা গ্রহণ করা হয় ।কিন্তু প্রায় তিন বছর গড়াতে চললেও এখন পর্যন্ত এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। এতে ঝুলে রয়েছে সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়াও ।অবিলম্বে ফলাফল প্রকাশ করে সব উত্তীর্ণ পরীক্ষার্থীদের একসাথে চাকরি প্রদানের দাবিতে বুধবার শিক্ষা ভবনে বিদ্যালয় শিক্ষা অধিকারীদের সাথে দেখা করতে আসেন এসটিজিটি পরীক্ষার ফাইনাল আনসার কি’র ভিত্তিতে উত্তীর্ণ পরীক্ষার্থীরা ।এদিন আধিকারিক অনুপস্থিত থাকায় তারা দেখা করতে পারেননি ।বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তারা। পরীক্ষার্থীরা জানান ,তাদের মধ্যে অনেকেই ওভারএজ হয়ে যাচ্ছেন ।তারা আর কোন পরীক্ষায় বসার সুযোগ পাবেন না ।তারা আরো জানান ,অন্যান্যদের মত তারাও রক্তমাংসের মানুষ। তাদের ধৈর্যের বাঁধ রয়েছে। কিন্তু বেকারত্বের জ্বালায় ক্রমশই ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তাই সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য কেবিনেট মন্ত্রীদের নিকট আবেদন জানান এস টি জিটি পরীক্ষার্থীরা।
এদিন পরীক্ষার্থীরা আরো জানান ,একই দাবির ভিত্তিতে কিছুদিনের মধ্যেই তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন।