Saturday, January 24, 2026
বাড়িখবররাজ্য২৬-৩০ জুন পশ্চিম জেলার বিভিন্ন ব্লকে প্রশাসনিক শিবির হবে - মন্ত্রী রতন...

২৬-৩০ জুন পশ্চিম জেলার বিভিন্ন ব্লকে প্রশাসনিক শিবির হবে – মন্ত্রী রতন লাল নাথ

আগামী ২৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন ব্লকের অন্তর্গত জনজাতি ভিলেজ গুলিতে ধরতি আবা জনভাগিদারী অভিযান এবং ধরতি আভাজনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান সংঘটিত করা হবে ।বিভিন্ন স্থানে হবে প্রশাসনিক শিবির এই অভিযানকে কেন্দ্র করে এক জুলাই বিভিন্ন ব্লকে কুইজ প্রতিযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হবে। মঙ্গলবার সংশ্লিষ্ট ক্ষেত্রে পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানান।

গত ১৫ জুন থেকে দেশের ৫৪৯ টি জেলার অন্তর্গত বিভিন্ন জনজাতি এলাকাগুলিকে চিহ্নিত করে ধরতিআভা জনভাগীদারি অভিযান এবং ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান শুরু হয়েছে ।রাজ্যে এই কর্মসূচিকে সফল করে তুলতে ৮ জেলায় আটজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিম জেলায় এই কর্মসূচি সফল করে তোলার জন্য দায়িত্ব পেয়েছেন মন্ত্রী রতনলাল নাথ ।এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মন্ত্রী রতন লাল নাথ একটি কমিটি গঠন করে মঙ্গলবার শহীদ ভগত সিং যুব আবাসে এক বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি দলের প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, বিজেপি নেতৃত্ব গৌরাঙ্গ ভৌমিক ,পশ্চিম জেলার জেলা পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা ।এজিন বৈঠক শেষে মন্ত্রী রতনলাল নাথ জানান ,ধরতি আভা জন ভাগীদারি অভিযান এবং ধর্তি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান কর্মসূচিকে সফল করতে সরকারি ভাবে এবং বিজেপি দলের পক্ষ থেকেও ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর লক্ষ্য বা উদ্দেশ্য হল পশ্চিম ত্রিপুরা জেলায় গ্রামীণ জনজাতি এলাকায় জনগণের কাছে সার্বিক সুবিধা পৌঁছে দেওয়া ।এর জন্য পশ্চিম জেলার বিভিন্ন ব্লকের অধীন বিভিন্ন জনজাতি গ্রামে ২৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রশাসনিক শিবির সংঘটিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত মত ২৬ জুন জিরানিয়া আর ডি ব্লকের বিশ্রামবাড়ি কমিউনিটি হলে এক প্রশাসনিক শিবির সংঘটিত করা হবে ।আগামী ২৮ জুন বেলবাড়ি আরডি ব্লকের অধীন রাঙাছড়ায় অনুরূপ একটি প্রশাসনিক ক্যাম্প করা হবে ।২৭ জুন ডুক্লি আর ডি ব্লকের অধীন তিনটি ভিলেজ কমিটির জন্য পূর্ব জারুল বাচাই ভিলেজ কমিটিতে একটি প্রশাসনিক শিবির করা হবে ।তিনি আরো জানান ,প্রশাসনিক শিবিরের পাশাপাশি আগামী ১ জুলাই হেজামারা ব্লক ,লেফুঙ্গা ব্লক, জিরানিয়া ব্লক ,মান্দাই ব্লক এবং ডুকলি আর ডি ব্লকে কুইজ প্রতিযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হবে। জিরানিয়া ব্লক এবং মান্দাই ব্লকে হবে কুইজ কম্পিটিশনের পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতা।

এদিন মন্ত্রী রতন লাল নাথ আরো জানান ,প্রশাসনিক শিবিরে prtc ,এস টি সার্টিফিকেট ,পিএম কিষান, আয়ুষ্মান ভারত ,আধার কার্ড, কেসিসি লোন ,মুদ্রা লোন ব্যাংকের জনধন যোজনায় একাউন্ট খুলে দেওয়া ,জীবনজ্যোতি অটল পেনশন যোজনা প্রভৃতি প্রকল্পের সুবিধা জনজাতিদের হাতে পৌঁছে দেওয়া হবে ।তিনি আরো জানান ,সরকার সমাজের অন্তিম ব্যক্তিদের উন্নয়ন নিয়ে চিন্তাভাবনা করে ।তাই অন্তিম ব্যক্তিদের সার্বিক উন্নয়নকল্পে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য