Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যবাংলাদেশে বিশ্বকবির পৈতৃক বাড়িতে হামলার ঘটনায় রাজধানীতে প্রতিবাদ মিছিল

বাংলাদেশে বিশ্বকবির পৈতৃক বাড়িতে হামলার ঘটনায় রাজধানীতে প্রতিবাদ মিছিল

বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলার ঘটনার নিন্দা জানিয়ে আগরতলার ভিসা অফিসের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হলো ।এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের শাহজাদপুরের পৈতৃক বাড়িতে হামলার ঘটনার রেশ আছড়ে পড়েছে ত্রিপুরা রাজ্যেও। রাজ্যের বিভিন্ন স্থানে শুরু হয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। সোমবার রাজধানীতে সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে এক প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয় ।এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ,প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার ,প্রদেশ বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা ।এদিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের স্বামীজির প্রতিমূর্তির পাদদেশ থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি ভিআইপি রোড ধরে বাংলাদেশ ভিসা অফিসের সামনে গেলে পুলিশ মিছিলের গতিরোধ করে ।সেখানে প্রতিবাদকারীরা রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন এই প্রতিবাদ কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান ,বাংলাদেশ ইউনুসের নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠার পর থেকেই সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান এবং বাড়ি ঘরে হামলা চলছে ।সম্প্রতি শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে পর্যন্ত দুর্বৃত্তরা হামলা চালায় ,ভাঙচুর করে ।এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইউনুস সরকার একটি বিবৃতি পর্যন্ত জারি করেনি ।এখন পর্যন্ত ঘটনার সাথে যুক্ত অভিযুক্তদের গ্রেপ্তার করেনি। তিনি আরো জানান ,বিশ্ব কবির প্রতি এই ধরনের অপমান হিন্দুস্তান বরদাস্ত করবে না। তাই এই প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করা হচ্ছে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

প্রসঙ্গত উল্লেখ্য যে গত বৃহস্পতিবারই এই প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করার কথা ছিল ।কিন্তু সেদিন আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়। এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের শাহজাদপুরের পৈর্তৃক ভিটে বাড়িতে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন মন্ডলের উদ্যোগেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য