Friday, August 8, 2025
বাড়িখবররাজ্যবনমালীপুর কেন্দ্রের ৫ নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠান আয়োজিত

বনমালীপুর কেন্দ্রের ৫ নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠান আয়োজিত

দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তের খেলাধুলা, সংস্কৃতি সহ বিশেষ বিশেষ ঘটনাবলী জনসম্মুখে প্রকাশের অন্যতম মাধ্যম প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। রবিবার নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ৫ নম্বর বুথ আয়োজিত ১২২ তম মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত থেকে বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানের ১২২ তম পর্ব। সারা দেশের সাথে রাজ্যেও বিভিন্ন বুথে বুথে এই মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হয় ।এদিন ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ৫ নম্বর বুথ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি সংশ্লিষ্ট বুথের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকদের নিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। পরে অনুষ্ঠানে বলতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন , মন কি বাত এমন একটি অনুষ্ঠান যার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তের খেলাধুলা থেকে শুরু করে সংস্কৃতি সহ বিশেষ বিশেষ ঘটনাবলী তুলে ধরেন। মন কি বাত এর মত অনুষ্ঠান না থাকলে আমরা এই ঘটনাগুলি জানতাম না ।মন্ত্রী আরো বলেন ,এবারের মন কি বাত অনুষ্ঠান আমাদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, অপারেশন সিঁদুরের পর এটিই ছিল প্রথম মনকি বাত অনুষ্ঠান ।এই অনুষ্ঠানে অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরো জানান ,সম্ভবত ১২২ তম মন কি বাত অনুষ্ঠাই প্রথম যেখানে দেশের বিজেপি শাসিত সব কটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রি সুশান্ত চৌধুরী আরো বলেন ,ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে উত্তরপ্রদেশের মতোই গুরুত্বপূর্ণ ।এর অন্যতম কারণ উত্তর পূর্বাঞ্চলের অধিকাংশ রাজ্যগুলি আন্তর্জাতিক সীমান্তবর্তী রাজ্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য