Tuesday, July 1, 2025
বাড়িখবররাজ্যপ্রয়াত নারী নেত্রী গৌরী পালকে শ্রদ্ধা নিবেদন সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির

প্রয়াত নারী নেত্রী গৌরী পালকে শ্রদ্ধা নিবেদন সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির

সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় রাজধানী আগরতলার জিবি হাসপাতালে প্রয়াত হন সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটির অন্যতম সদস্য গৌরী পাল । শনিবার প্রয়াত নারী নেত্রী গৌরী পালকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে আগরতলায় সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে আয়োজিত স্মরণ সভা । এদিনের সভায় প্রয়াত নারী নেত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত নারী নেত্রীরা। এদিনের সভায় উপস্থিত ছিলেন সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রিয় কমিটির সদস্য রমা দাস , কৃষ্ণা রক্ষিত, ছায়া বল ও সংগঠনের রাজ্য সম্পাদিকা স্বপ্না মজুমদার । এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদিকা স্বপ্না মজুমদার বলেন প্রয়াত নারী নেত্রী গৌরী পাল গনতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটির অন্যতম সদস্যের পাশাপাশি তিনি ছিলেন খোয়াই মহকুমা অঞ্চল কমিটির সাধারন সম্পাদিকাও । বর্তমান পরিস্থিতিতে নারীদের সুরক্ষার ক্ষেত্রে কি করা দরকার সে বিষয়ে গত সম্মেলনে আলোচনা করেছিলেন , তাছাড়া সংগঠনের কাজ করতে গিয়ে কোথাও কোন নারী নেত্রী সমস্যায় পড়তেন সেখানে ছূটে যেতেন তিনি । এই সময় এরকম একজন নেতৃত্বের অকাল প্রয়ান সংগঠনের বিরাট ক্ষতি বলে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য