বুধবার রাজ্যে যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হয় প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায়, বিরজিত সিনহা সহ অন্যান্য প্রদেশ কংগ্রেসের নেতৃত্বগণ। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, আজকের দিনটিকে জাতীয় সংহতির রূপে পালন করা হবে। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। দেশে প্রযুক্তি এবং বিজ্ঞানের প্রবেশ তাঁর হাত ধরে হয়েছিল। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতী রাজ ব্যবস্হা চালু করে দেশকে যে দিশায় চালিয়েছিলেন তা অতুলনীয়। কিন্তু দেশ উন্নয়নের দিকে চললেও বর্তমানে বিজেপি সরকার গনতন্ত্রকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণ দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্যের প্রত্যকটি জেলায়, ব্লকে এবং প্রদেশ কংগ্রেস ভবনে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তাছাড়া এই দিনটি উপলক্ষে আগরতলাস্থিত গান্ধীঘাটে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বগণ।