Tuesday, July 1, 2025
বাড়িখবররাজ্যএমএলএ হোস্টেলের ছাদ চুঁইয়ে পড়ছে বৃষ্টির জল ,ক্ষুব্ধ বিধায়ক

এমএলএ হোস্টেলের ছাদ চুঁইয়ে পড়ছে বৃষ্টির জল ,ক্ষুব্ধ বিধায়ক

তিন বছর যেতে না যেতেই নতুন বিধায়ক নিবাসের ছাদ চুঁইয়ে জল পড়তে শুরু করেছে।অতি নিম্নমানের নির্মান কাজ নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন শাসক দলের বিধায়ক প্রমোদ রিয়াং।বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানান তিনি।

রাজধানীর ক্যাপিটাল কমপ্লেক্স এলাকায় নতুন এম এল এ হোস্টেল নির্মাণ করা হয়েছে ।মোট ৫২. ১২ কোটি টাকা ব্যয়ে বিধায়কদের থাকার জন্য এই হোস্টেল নির্মাণ করা হয় ।ভার্চুয়ালি এর উদ্বোধন করেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২০২৩ সালের বিধানসভা নির্বাচন সমাপ্ত হওয়ার পর শাসক দলের বিধায়করা এই এমএলএ হোস্টেল ব্যবহার করতে শুরু করেছেন। কিন্তু তিন বছর সময় যেতে না যেতেই নবনির্মিত বহু কোটি টাকা মূল্যের এই এমএলএ হোস্টেলের ছাদ চুইয়ে বৃষ্টির জল পড়তে শুরু করেছে। মঙ্গলবার শাসক দলের বিধায়ক প্রমোদ রিয়াং ঘুম থেকে উঠে দেখেন তার রুমে স্বাদ চুইয়ে জল পড়ছে ।ছাদ ছুয়ে পড়া বৃষ্টির জলে তার ঘরের আসবাবপত্র বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে ।সাথে সাথে হোস্টেলের কেয়ারটেকারকে ডেকে এনে গোটা বিষয়টি দেখান তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট বিষয়ে একরাশ ক্ষোভ ব্যক্ত করেন বিধায়ক প্রমোদ রিয়াং ।তিনি বলেন, কেয়ারটেকার তাকে বলেছেন শুধু তার ঘরেই নয় ,আরো ৪-৫ জন বিধায়কের ঘরেও ছাদ চুইয়ে জল পড়ছে। বিধায়ক ক্ষোভ ব্যক্ত করে জানান ,সবেমাত্র পথ চলা শুরু হয়েছে নবনির্মিত এমএলএ হোস্টেলের ।এখানে আরো অনেক বিধায়ক আগামীদিনে বসবাস করবেন ।এমন একটি গুরুত্বপূর্ণ হোস্টেলের নির্মাণ কাজ এত নির্মাণের হতে পারে তা তিনি কল্পনা করতে পারেননি ।বিষয়টি কর্তৃপক্ষের দেখা উচিত বলে মনে করেন তিনি। তিনি আরো জানান ,তার হোস্টেলের দরজা ইতিমধ্যেই ভেঙে গেছে।

উল্লেখ্য নতুন প্রযুক্তিতে তৈরি হওয়া এই এম এল এ হোস্টেলে ৪৫ টি রুম ছাড়াও পুরুষ ও মহিলাদের জন্য পৃথক দুটি জিম ,দুটি ডাইনিং রুম, লাইব্রেরী ,রিডিং রুম, তিনটি বৈঠকখানা রয়েছে।জানা গেছে,প্রমোদ রিয়াংয়ের মত হোস্টেলের নির্মাণ কাজ নিয়ে আরো একাধিক শাসকদলের বিধায়ক ক্ষোভ প্রকাশ করেছেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য