Saturday, August 30, 2025
বাড়িখবররাজ্যক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ৭ দিনের এনএসএস শিবির শুরু

ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ৭ দিনের এনএসএস শিবির শুরু

মঙ্গলবার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে ৭ দিনের nss ক্যাম্পের উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এই শিবির উপলক্ষে এদিন বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এনএসএসের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

মঙ্গলবার থেকে রাজধানীর ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ন্যাশনাল সার্ভিস স্কিম বা এন এস এস -এর ৭ দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে ।এই শিবিরের উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। পরে এই অনুষ্ঠান প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান ,এই প্রথমবার এই বিদ্যালয়ে এম এস এস এর সাত দিনের শিবির অনুষ্ঠিত হচ্ছে ।সাত দিনের এই শিবিরে বিভিন্ন বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ।তিনি আরো জানান, এনএসএস এর প্রশিক্ষণ শিবির উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এই অনুষ্ঠানে ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য