২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সংবিধান রক্ষার্থে ঘোষনা অনুযায়ী রাজ্যজুড়ে পালিত হচ্ছে প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি । এই কর্মসূচীকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানীতে বের করা হয় বিক্ষোভ রেলী । এদিনের রেলীটি রাজধানী আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নেতাজী চৌমুহনীতে গিয়ে শেষ হয় । এদিনের রেলীতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা প্রদেশ কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা সুদীপ রায় বর্মণসহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা । এদিন বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের নেতৃত্বরা জানান বর্তমান সরকার গণতন্ত্র ও সংবিধানকে নস্যাৎ করার চেষ্টা করছে। তারই প্রতিবাদে রাজ্যজুড়ে এই আন্দোলন। এছাড়া এদিন বিক্ষোভ প্রদর্শনের সময় উত্তেজনা চরমে ওঠে। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে কংগ্রেস কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশের পক্ষ থেকেও বলপ্রয়োগ করা হয়।