জহর বাল মঞ্চের রাজ্যভিত্তিক শিশু শিবির থেকে ১০ জনকে বাছাই করে জাতীয় শিশু শিবিরে পাঠানো হবে ।রবিবার আগরতলা প্রেসক্লাবে জহর বাল মঞ্চের উদ্যোগে রাজ্যভিত্তিক শিশু শিবির অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের থেকেই ১০ জন শিশুকে বাছাই করা হবে। নির্বাচিত শিশুদের জয়পুরে অনুষ্ঠিতব্য জাতীয় শিশু শিবিরে পাঠানো হবে ।সোমবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান জহর বাল মঞ্চের জাতীয় কো-অডিনেটর তথা উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ মনোজ কুমার দত্ত ।তিনি জানান ,আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ ।তাই তাদের সংবিধানের গুরুত্ব বুঝতে হবে ।শিশুদের অধিকার সম্পর্কে বিশদ জ্ঞান থাকতে হবে ।শিশুদের নিয়ে এই ধরনের উদ্যোগ এর আগে দেশে গ্রহণ করা হয়নি বলে জানান তিনি।