Wednesday, July 2, 2025
বাড়িখবররাজ্যরাজ্যেও সংবিধান বাঁচাও অভিযান কর্মসূচি সংঘটিত করবে কংগ্রেস

রাজ্যেও সংবিধান বাঁচাও অভিযান কর্মসূচি সংঘটিত করবে কংগ্রেস

সর্বভারতীয় কর্মসূচি হিসেবে রাজ্যেও সংবিধান বাঁচাও অভিযান কর্মসূচি সংঘটিত করবে কংগ্রেস। এই কর্মসূচি সারা রাজ্যে চলবে টানা ১৫ দিন পর্যন্ত। গৃহীত এই কর্মসূচি কিভাবে সফল করে তোলা সম্ভব হবে তা নিয়ে পরবর্তী পরিস্থিতিতে আলোচনার জন্য জেলা ও ব্লক স্তরের নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা বলেন আগামী দেড় মাসব্যাপী “সংবিধান বাঁচাও অভিযান” রাজ্যের প্রতিটি জেলা ও ব্লক স্তরে জোরদারভাবে পালন করা হবে এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ওয়াকফ বিলের বিরুদ্ধে কংগ্রেস দলের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, এই ইস্যুতেও কংগ্রেস রাজ্যজুড়ে প্রকাশ্য আন্দোলনের পথে হাঁটবে বলে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য