Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যআগরতলা বইমেলায় ছবি আঁকা ও ভাস্কর্য শিল্প বিষয়ক কর্মশালার সূচনা ছিল ৪০...

আগরতলা বইমেলায় ছবি আঁকা ও ভাস্কর্য শিল্প বিষয়ক কর্মশালার সূচনা ছিল ৪০ তম আগরতলা বইমেলার ষষ্ঠ দিন

দুপুরে হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক প্রদর্শনী হল প্রাঙ্গণে আজাদি কা অমৃত মহোৎসব এবং ত্রিপুরা পূর্ণরাজ্য প্রাপ্তির ৫০ বছর পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত ছবি আঁকা ও ভাস্কর্য শিল্প বিষয়ক কর্মশালা ও প্রদর্শনীর সূচনা করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস । এতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৭৫ জন শিল্পী অংশ নিয়েছেন । এর মধ্যে ৫০ জন রয়েছে ছবি আঁকার শিল্পী ও ২৫ জন ভাস্কর্য শিল্পী । তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস তাঁর আলোচনায় শিল্পীদের স্বাগত জানান । তিনি বলেন , এই কর্মশালায় প্রবীণ ও নবীন শিল্পীদের সমন্বয় ঘটেছে । এরফলে শৈল্পিক নৈপুন্যের সাথে সাথে এই মেলার উৎকর্ষতাও বেড়েছে । অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিত্রশিল্পী হরেকৃষ্ণ পাল ও চিত্র শিল্পী মিতালী গঙ্গোপাধ্যায় । উপস্থিত ছিলেন রাজ্যের প্রখ্যাত চিত্রশিল্পী সুমন ভট্টাচার্য ও দিলীপ দে । কর্মশালা আগামী ২ এপ্রিল পর্যন্ত চলবে । প্রদর্শনী চলবে ৫ এপ্রিল পর্যন্ত । গতকাল বইমেলার পঞ্চম দিনে মোট ৩ লক্ষ ৫৯ হাজার ৮২৯ টাকার বই বিক্রি হয়েছে । কবি ও কবিতা মঞ্চে আজ নতুন ৪ টি বই প্রকাশ করা হয় । এগুলি হল দুলাল ঘোষের কথাকৃতি । লেখক সৌম্যদীপ দেব । উত্তর পূর্বের বাংলা উপন্যাস পরিক্রমা , লেখক ড . নির্মল দাস । খুবানির ফলন , লেখক শ্যামল ভট্টাচার্য । এই তিনটি বইয়ের মলাট উন্মোচন করেন প্রাক্তন অধ্যক্ষ রামেশ্বর ভট্টাচার্য , ডা . তপন ভট্টাচার্য ও সাহিত্যিক দেবব্রত দেব । এছাড়া হলিক্রস কলেজের পক্ষ থেকে রোল অব ট্রাইবেল উইমেন বইটির মলাট উন্মোচন করেন মিস বীনা টম । লেখকরা হলেন ড . শর্মিষ্টা চক্রবর্তী ও মিস সেন টেইনলা । এই মঞ্চে আজ ১২ জন আবৃত্তিতে অংশ নেন । এছাড়া এই মঞ্চে ‘ মিডিয়া এথিকস এন্ড চ্যালেঞ্জেস ‘ বিষয়ক আলোচনাচক্র অনুষ্ঠিত হয় । এবিষয়ে বিস্তারিত আলোচনা করেন দেবাশীষ ভট্টাচার্য , সঞ্জীব দেব এবং অভিষেক দে । সঞ্চালনা করেন সৈয়দ সাজ্জাদ আলী । এছাড়া বইমেলায় ওপেন ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । বইমেলার সাংস্কৃতিক মঞ্চ আজ প্রয়াত সংগীত শিল্পী পঙ্কজ মিত্রের নামে উৎসর্গ করা হয় । এই মঞ্চে ধলাই জেলার এবং রাজ্যের বিশিষ্ট শিল্পীরা বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য