Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যসিপাহীজলা জেলায় বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপিত ‘

সিপাহীজলা জেলায় বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপিত ‘

যক্ষ্মা বা টিবি হারবে দেশ জিতবে ‘ এই স্লোগানকে সামনে রেখে সম্প্রতি সিপাহীজলা জেলার প্রতিটি মহকুমায় বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন করা হয় । জেলাভিত্তিক অনুষ্ঠানটি হয় বিশালগড় মহকুমা হাসপাতালের কনফারেন্স হলে । জেলাভিত্তিক যক্ষ্মা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী , আশাকর্মী ও অন্যান্য স্বাস্থ্যকর্মী ও এলাকার লোকদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক পোষ্টার প্লেকার্ড , ফ্লেক্স নিয়ে একটি র‍্যালী বিশালগড় পুর এলাকার নানা রাস্তা পরিক্রমা করে । বিশালগড় মহকুমা হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত আলোচনাচক্রে যক্ষ্মা বা টিবি রোগের নানা উপসর্গ সহ চিকিৎসা পরিষেবা ও অন্যান্য দিকগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন সিপাহীজলা জেলার জেলা যক্ষ্মা আধিকারিক ডা . মৌসুমী ঘোষ , বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা . জ্যোতির্ময় দাস । বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে সিপাহীজলা জেলার মেলাঘর মহকুমা হাসপাতালে , টাকারজলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে , বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে এবং সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব যক্ষ্মা দিবসটি উদযাপন করা হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য