Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যপণ্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তাদের আরও বেশী করে সচেতন হতে হবে বললেন তপশিলী...

পণ্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তাদের আরও বেশী করে সচেতন হতে হবে বললেন তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী

প ক্রয়ের ক্ষেত্রে ভোক্তাদের আরও বেশী করে সচেতন হতে হবে : তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী বিশ্ব ভোক্তা দিবস -২০২২ উপলক্ষে কুমারঘাট মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ কুমারঘাট পঞ্চায়েত সমিতির হলে একটি সচেতনতামূলক আলোচনাচক্র অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের উদ্বোধন করেন তপশিলী জাতি কল্যাণ , প্রাণী সম্পদ বিকাশ ও শ্রম মন্ত্রী ভগবান চন্দ্র দাস । সভাপতিত্ব করেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হ্যাপি দাস । উদ্বোধকের ভাষণে তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন , ভোক্তা দিবসের উদ্দেশ্য হল ভোক্তাদের পণ্য ক্রয়ের ক্ষেত্রে সচেতন করা । তিনি বলেন , ঔষধ , জামাকাপড় সহ নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করার সময় আমরা টেক্স প্রদান করে থাকি । কিন্তু পণ্য ক্রয়ের সময় এর গুণমান , মেয়াদ উত্তীর্ণ কিনা সে সম্পর্কে অনেক ক্ষেত্রেই উদাসীন থাকি । এর ফলে প্রতারণার স্বীকার হই । তিনি আরও বলেন , কেন্দ্রীয় সরকার জিএসটি এবং আরও কিছু পদক্ষেপ গ্রহণ করার ফলে প্যাকেট জাতীয় পণ্য ক্রয় করার ক্ষেত্রে আমরা প্রতারিত হওয়া থেকে অনেকাংশেই রেহাই পেয়েছি । কিন্তু বাজারে খোলা পণ্যসামগ্রী ক্রয় করার ক্ষেত্রে অনেক সময়েই পণ্যের গুণাগুণ ও মূল্য প্রদানের ক্ষেত্রে প্রতারিত হই । এর জন্য তিনি গ্রাহকদের আরও বেশি করে সচেতন হতে আহ্বান জানান । মন্ত্রী শ্রী দাস বলেন , এক সময় রেশনসপের সামগ্রী নেওয়ার সময়েও ভোক্তারা প্রতারিত হতেন । এখন রেশনসপে পণ্য সরবরাহের ক্ষেত্রে অনেক স্বচ্ছতা আনা হয়েছে । বায়োমেট্রিক আঙ্গুলের ছাপ , আধার লিঙ্ক না মিললে কেউ রেশনসপ থেকে পণ্যসামগ্রী নিতে পারেন না । সভাপতির ভাষণে কুমারঘাট পঞ্চায়েতসমিতির চেয়ারম্যান হ্যাপি দাস বলেন , জাগ্রত গ্রাহকরাই পারে দুর্নীতি মুক্ত দেশ গড়ে তুলতে । আমরা সচেতন হলেই জাগ্রত গ্রাহক তৈরী হবে । স্বাগত ভাষণে মহকুমা শাসক সুব্রত ভট্টাচার্য বলেন , ১৯৮৩ সাল থেকে এই দিবসটি উদযাপন করা হচ্ছে । ১৯৮৬ সালের ২৪ ডিসেম্বর ভারতে ক্রেতা সুরক্ষা আইন প্রণয়ন হয় । তিনি জানান , কুমারঘাট মহকুমায় মোট ৮০ টি রেশনসপের মধ্যে ১৪ টি মহিলা পরিচালিত রেশনসপ রয়েছে । অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন কুমারঘাট পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন পবন পাল , কুমারঘাট বিএসি’র চেয়ারম্যান তপনজয় রিয়াং , কুমারঘাট ব্লকের বিডিও ড . সুদীপ ভৌমিক ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য