জনজাতিদের সার্বিক বিকাশে লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার আন্তরিক ।রবিবার রবীন্দ্র শতবার্ষিকীভবনে জনজাতি মোর্চা আয়োজিত এম্পাওয়ারিং ত্রিপুরা শীর্ষক আলোচনা সভায় বললেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান ,আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে আলোচনার ভিত্তিতে জোটবদ্ধ হয়ে লড়াই করবে বিজেপি ,আইপিএফটি এবং তিপ্রা মথা।
সারা দেশের সাথে রাজ্যেও জনজাতিদের সার্বিক কল্যাণে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে ।এই পরিকল্পনাগুলি আরো বেশি করে মানুষের সামনে তুলে ধরার জন্য এক কর্মসূচির আয়োজন করেছে বিজেপির জনজাতি মোর্চা ।এই কর্মসূচিকে সামনে রেখে রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এম্পাওয়ারিং ত্রিপুরা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ।এদিন এই আলোচনা প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকার রাজ্যের জনজাতিদের কল্যাণে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই রাজ্যের ধলাই জেলাকে জনজাতি অধ্যুষিত জেলা হিসেবে ঘোষণা করে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে ।সার্বিক উন্নয়নের পাশাপাশি জনজাতিদের আর্থিক বিকাশেও সরকার পরিকল্পনা গ্রহণ করেছে ।এই প্রকল্পগুলি আরো বেশি করে জনজাতি অংশের জনগণের মধ্যে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রদেশ বিজেপির জনজাতি মোর্চা এক কর্মসূচি হাতে নিয়েছে ।এই কর্মসূচিকে সামনে রেখে রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক কর্মশালার আয়োজন করা হয়েছে। পরবর্তী সময়ে জেলা এবং মন্ডল ভিত্তিক এই কর্মসূচি গ্রহণ করা হবে।
বাইট=1=0 থেকে 1.08
এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান ,এনডিএ জোটের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে একসাথে নিয়ে প্রশাসন পরিচালনার উদাহরণ সৃষ্টি করে গেছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেও এনডিএ জোট দেশের শাসন ক্ষমতায় রয়েছে ।রাজ্যেও বিজেপি আইপিএফটি এবং তিপ্রা মথার নেতৃত্বাধীন জোট সরকার চলছে । বিজেপি জোট রাজনীতিতে বিশ্বাস করে । তাই আসন্ন এডিসির ভিলেজ কমিটির নির্বাচনেও বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথা জোটবদ্ধ হয়ে লড়াইয়ে অংশগ্রহণ করবে। আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত কর্মশালায় জনজাতি অংশের এমডিসি, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য,মন্ত্রী, বিধায়ক, বিধায়িকা গণ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।