Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যরাজ্যভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজ্যভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজ্যের প্রতিটি জাতি ও জনজাতি গোষ্ঠীর নিজস্ব ঐতিহ্যবাসী সংস্কৃতি রয়েছে । এই সংস্কৃতিকে কিভাবে আরো উন্নয়ন করা যায় সে বিষয়ে বর্তমান রাজ্য সরকার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে । আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত রাজ্যভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা করে জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া একথা বলেন । উল্লেখ্য , প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন করার কথা ছিল । কিন্তু তখন করোনা অতিমারীর কারণে এই প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি । উদ্বোধকের ভাষণে জনজাতি কল্যাণমন্ত্রী আরও বলেন , শিক্ষা হল যেকোন জাতিগোষ্ঠীর উন্নয়নের মূল চাবিকাঠি । সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সংস্কৃতিকেও গুরুত্ব দিতে হবে । সুষ্ঠু সংস্কৃতিই সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে সহায়তা করে । তাই প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য সচেতন থাকতে হবে । পাশাপাশি সমাজের জন্য ভালো কাজ করতে যুব সম্প্রদায়কে উৎসাহিত করতে হবে । অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন , ত্রিপুরা ছোট রাজ্য হলেও এখানে জাতি জনজাতি গোষ্ঠীর মিশ্র ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে । জাতি – জনজাতি সম্প্রদায়ের ভাষা , খাদ্য , রীতিনীতি আলাদা হলেও এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য দীর্ঘকাল থেকেই বজায় রয়েছে । এই ঐক্যকে আরও মজবুত করতে জাতি জনজাতি নির্বিশেষে সকলকেই এগিয়ে আসতে হবে । তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আরও বলেন , রাজ্যের বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতির উন্নয়নে বর্তমান রাজ্য সরকার শুরু থেকেই আন্তরিকতার সঙ্গে কাজ করছে । রাজ্যের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে এগিয়ে নিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে । বিশেষ অতিথির ভাষণে বিধায়ক রামপদ জমাতিয়া বলেন , কেন্দ্রীয় সরকারের সহায়তায় বর্তমান রাজ্য সরকার রাজ্যের জনজাতিদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে । বর্তমান রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলেই জনজাতিদের ঐতিহ্য রিসা আজ বিশ্বের দরবারে সুপরিচিতি লাভ করেছে । এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডিসি’র এমডিসি পদ্মলোচন ত্রিপুরা , জনজাতি কল্যাণ দপ্তরের প্রধান সচিব পুনিত আগরওয়াল এবং অধিকর্তা ড . বিশাল কুমার । রাজ্যভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগীতায় প্রথম হয় সারুমের বুরাতলি ট্রাইবেল ফোক ডান্স অ্যাকাডেমি , দ্বিতীয় হয় লেফুঙ্গার তিয়ারি হুকুমু বদল দল এবং তৃতীয় হয় সিপাহীজলা জেলার উত্তর তৈবান্দাল ট্রাইবেল কালচারাল দল । বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ । এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্য ৫ টি দলকে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য