Tuesday, March 11, 2025
বাড়িখবররাজ্যবিজেপি সরকারের নেতৃত্বরা আবুল তাবোল বলার প্রতিযোগিতায় নেমেছে: সুদীপ

বিজেপি সরকারের নেতৃত্বরা আবুল তাবোল বলার প্রতিযোগিতায় নেমেছে: সুদীপ

মঙ্গলবার আগরতলায় শক্তির মহড়া দিলো প্রদেশ কংগ্রেস। আগরতলা ওরিয়েন্ট চৌমুহনীতে জনসভায় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সুর চড়ালেন কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার থেকে শুরু করে, প্রাক্তন সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা এবং সুদীপ রায় বর্মন বিজেপি সরকারের সমালোচনায় সরব ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা লালজি দেশাই। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাঁড়াশি আক্রমন করে সুদীপ রায় বর্মন বলেন, তিনি দেশের সবচাইতে দুর্বল প্রধানমন্ত্রী। আমেরিকার কাছে নতজানু হয়ে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন দেশের সবকিছু ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে। ২০১৪ সালে দেশের ঋণ ছিল ৫০লক্ষ কোটি। আর বর্তমানে সেই ঋণ ১৮১ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। কমেছে জিডিপির হার। গরিব মধ্যবিত্ত মানুষ আরো গরিব হচ্ছে। দেশের ছোট একটা অংশের মানুষের বিজেপির আশীর্বাদে পুঁজিপতি হয়ে উঠেছে। দেশের ভবিষৎ দুঃশ্চিতায় নিমজ্জিত হচ্ছে বলে দাবি করেন সুদীপ রায় বর্মন। রাজ্যের প্রসঙ্গে সুদীপ বর্মন বাবু বলেন, বিজেপি সরকার বেকার বিরোধী সরকার। তাদের আমলে ৩০ হাজার কর্মচারী অবসরে গেছে, কয়েক হাজার ভিআরএসে গেছেন। অথচ সাত বছরে বিজেপি সরকার মাত্র ১৩ হাজার শূন্যপদ পূরণ করেছে। রাজ্যের বেকার যুবক যুবতীদের জীবন যৌবন নষ্ট করছে তারা। বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সুর চড়িয়ে সুদীপ রায় বর্মন বলেন রাজ্যে লুটপাট, কমিশন বাণিজ্য, দালালি এবং সিন্ডিকেট বাজদের সরকার চলছে। এই সরকার দাদা বন্ধুদের সরকার। জমি কেনা বেচা, বাড়ি বানানো সব ক্ষেত্রেই অর্থ কামাইয়ের ধান্ধা। বিজেপি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সুদীপ বাবু বলেন এই সরকারের প্রধান বর্তমান ও প্রাক্তন আবোল তাবোল বলার প্রতিযোগিতায় নেমেছে। রাজ্যের বাস্তব পরিস্থিতি নিয়ে তারা কিছু ভাবার সময় কোথায়। তাদের বক্তব্যের সঙ্গে বাস্তবের কোন মিল নেই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three + fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য