গণতন্ত্র প্রদত্ত সংবিধানেই আইনের শাসন সংকলিত রয়েছে ।এই আইনের শাসন সক্রিয় থাকা উচিত ।রবিবার প্রথমবারের মতো অপাংশু মোহন লোধ স্মৃতি বক্তৃতায় এই অভিমত ব্যক্ত করেন দেশের শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি তথা ত্রিপুরা হাইকোর্টে প্রাক্তন প্রধান বিচারপতি দীপক গুপ্তা ।ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার ন্যাশনাল লো ইউনিভার্সিটি ত্রিপুরার অডিটোরিয়ামে প্রথমবারের মতো অপাংশু মোহন লোধ স্মৃতি বক্তৃতার আয়োজন করা হয় ।প্রথমবারের মতো এই ধরনের আলোচনায় উপস্থিত ছিলেন দেশের শীর্ষ আদালতের অবসর প্রাপ্ত বিচারপতি তথা ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক গুপ্তা। এছাড়াও উপস্থিত ছিলেন ন্যাশনাল লো ইউনিভার্সিটি ত্রিপুরার ভাইস চ্যান্সেলর, অবসরপ্রাপ্ত বিচারপতি ইউ বি সাহা ,অবসর প্রাপ্ত বিচারপতি এসসি দাস, রাজ্যের এডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, বিশিষ্ট আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস ,আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনসহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে রুল অফ ল এবং রুল অফ দা হাই কোর্ট সম্পর্কে বক্তব্য রাখেন শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি দীপক গুপ্তা। তিনি বলেন, আইন শাসন করা উচিত ।এই আইন সবার জন্যই ।জাতির জনগণকে আইনের শাসন মেনে চলতে হবে। তিনি আরো বলেন ,দেশে এখন গণতন্ত্র রয়েছে। গণতন্ত্র অনুসারে লিখিত সংবিধান রয়েছে ।আইনের শাসন সম্পর্কে সংবিধানে বিস্তারিত বলা হয়েছে।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি অরিন্দম লোধ সহ অন্যান্যরা।