Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যবর্তমান সরকারের লক্ষ্য প্রত্যেককে সঙ্গে নিয়ে জ্ঞান ও কর্মের মাধ্যমে রাজ্যকে এগিয়ে...

বর্তমান সরকারের লক্ষ্য প্রত্যেককে সঙ্গে নিয়ে জ্ঞান ও কর্মের মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া বললেন তথ্য সংস্কৃতি মন্ত্রী

মানুষের জ্ঞান যত বাড়বে নেতিবাচক মনোভাবগুলি দূর হবে । জ্ঞান পিপাসুদের মধ্যে জ্ঞানের সুগন্ধ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আসবে বইমেলার প্রকৃত সফলতা । এইক্ষেত্রে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির চাইতে জ্ঞানের দৃষ্টিভঙ্গি প্রয়োজনীয় । হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত আজ ৪০ তম আগরতলা বইমেলার তৃতীয়দিনে লতা মঙ্গেশকর মঞ্চে নিহারীকা প্রকাশনীর বিভিন্ন বইয়ের মলাট উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী । বই প্রকাশের এই অনুষ্ঠানে প্রচ্ছদ শিল্পের জন্য বিশিষ্ট চিত্রশিল্পী স্বপন নন্দী এবং ইংরেজি সাহিত্যের জন্য অধ্যাপক বিশ্বজিৎ গুপ্তকে সুকোমল বিশ্বাস স্মারক সম্মান প্রদান করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী । উল্লেখ্য , এদিন নিহারীকা প্রকাশনীর পক্ষ থেকে ৭১ টি বইয়ের মলাট উন্মোচন করা হয় । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বলেন , মানুষ তার দর্শন ও আদর্শ নিয়ে বাঁচে । বইয়ের মাধ্যমেই মানুষের এই দর্শন এবং আদর্শ প্রকাশিত হয় । বই আমাদের জ্ঞান ও শক্তি প্রদান করে । আজকের উন্মোচিত বইগুলি আগামীদিনে পাঠককুলের কাছে সমাদৃত হবে বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী শ্রীচৌধুরী । তিনি আরও বলেন , সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই পরিবর্তন হওয়া প্রয়োজন । সময়ের দাবি মেনেই বইমেলার স্থান পরিবর্তন করা হয়েছে । বইমেলার তৃতীয় সন্ধ্যায় মানুষের উপচে পড়া ঢল এই সিদ্ধান্তকেই সঠিকতার শিলমোহর প্রদান করে । তিনি আশা প্রকাশ করেন বইমেলার যে ঐতিহ্য ছিল এবং আজকে তা আগামীদিনেও বজায় থাকবে । আগরতলা বইমেলা উত্তর – পূর্বাঞ্চলের সর্বশ্রেষ্ঠ বইমেলায় পরিণত হবে । তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বলেন , বর্তমান সরকারের লক্ষ্য প্রত্যেককে সঙ্গে নিয়ে জ্ঞান ও কর্মের মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া । তাই ৪০ তম আগরতলা বইমেলা নতুন আঙ্গিকে এবং চিন্তাধারায় আয়োজন করা হয়েছে । এছাড়াও আজ বইমেলায় বিশ্বনাট্য দিবস বিষয়ক আলোচনাচক্র অনুষ্ঠিত হয় । এতে অংশগ্রহণ করেন সুভাষ দাশ , পার্থ প্রতীম আচার্য , পার্থ মজুমদার এবং দীপঙ্কর গুপ্ত । সঞ্চালনায় ছিলেন নন্দকুমার দেববর্মা । বইমেলার তৃতীয়দিনে লতা মঙ্গেশকর সাংস্কৃতিক মঞ্চে খোয়াই জেলার এবং স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন । গতকাল অর্থাৎ বইমেলার দ্বিতীয়দিনে ৯ লক্ষ ৪৮ হাজার ৯৩৫ টাকার বই বিক্রি হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য