Wednesday, March 12, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদমদমত্ত অবস্থায় অতিরিক্ত খড় নিয়ে যাবার পথে পুলিশের হাতে চালক সহ আটক...

মদমত্ত অবস্থায় অতিরিক্ত খড় নিয়ে যাবার পথে পুলিশের হাতে চালক সহ আটক দুইটি গাড়ি।

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ১৩ই ফেব্রুয়ারি…… প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে খোয়াই মহকুমার বিভিন্ন এলাকাগুলিতে। আর এই সড়ক দুর্ঘটনার পিছনে বিভিন্ন কারণগুলির মধ্যে অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত পণ্য বোঝাই । যার ফলে বিভিন্ন সড়ক ধরে গাড়িগুলি চলাচল করার জন্য ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা গুলির মধ্যে একটি অন্যতম কারণ। পুলিশ এবং ট্রাফিক ইউনিট সড়ক দুর্ঘটনাগুলির এড়ানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে চেষ্টা চালাচ্ছেন যাতে সড়ক দুর্ঘটনার লাগাম কিছুটা হলেও টানা যায়। কিন্তু এর পরও সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না কোনভাবে। অন্যদিকে একাংশ যানবাহন গুলি পরিবহন দপ্তরের ধার্য করা বিভিন্ন নিয়ম-নীতি গুলিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে যে যার মতন করে যানবাহন গুলি চালাচ্ছে বিভিন্ন সড়ক দিয়ে। তেএমনই একটি ঘটনা খোয়াই থানার অন্তর্গত চেরমা এলাকা থেকে খড় বুঝাই দুইটি গাড়ি আটক করে পুলিশ। গাড়ি গুলি যথাক্রমে TR06A1685 এবং TR06B1768 নম্বরের খড় বোঝায় গাড়ি। এই দুইটি মাল বুঝাই গাড়ি অর্থাৎ খড় বোঝায় গাড়ির চালক মদমত্ত অবস্থায় এইরকম ভাবে খড় বোঝাই করে নিয়ে যাচ্ছিল অতিরিক্ত লাভের আশায় যে তাতে গাড়ির পেছনের দিক একেবারে মাটিতে লেগে গেছে। এমন কি পেছনের দিক কিছুই দেখা যায় না । এই খড় বোঝাই গাড়িগুলি সাধারণভাবে দেখলে উপলব্ধি করতে পারাযায় যে কোন সময় গাড়ি গুলি উল্টে গিয়ে বড় ধরনের কোন সড়ক দুর্ঘটনা ঘটে যেতে পারে। খোয়াই এর শুভবুদ্ধি সম্পন্ন জনগণের বক্তব্য এইরকম প্রাণের ঝুঁকি নিয়ে অতিরিক্ত পণ্য বোঝাই করে রাস্তা দিয়ে চলাচল করা একেবারেই নিরাপদ নয়। যেসব রাস্তা ধরে এই সমস্ত অতিরিক্ত মাল বুঝাই গাড়িগুলি চলাচল করে অন্যদিকে এই রাস্তা ধরে অন্যান্য সাধারণ যানবাহন গুলিও ওই সমস্ত অতিরিক্ত বোঝাই করা মালবাহী গাড়িগুলির জন্য বিপদের সম্মুখীন হতে পারে অর্থাৎ যে কোন সময় সড়ক দুর্ঘটনা ঘটতে পারে। তাই পুলিশ প্রশাসনের আপ্রাণ প্রচেষ্টা থাকা সত্ত্বেও যানবাহন চালকরা যদি পরিবহন দপ্তরের নিয়ম নির্দেশিকাকে মান্যতা প্রদান না করেন পুলিশ প্রশাসনের আপ্রাণ চেষ্টা থাকা সত্ত্বেও সড়ক দুর্ঘটনা রোধ করা কোনভাবে সম্ভব হবে না বলে অভিমত অনেকের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য