Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যকুমারঘাটে দু’দিনব্যাপী পাখি উৎসব -২০২২

কুমারঘাটে দু’দিনব্যাপী পাখি উৎসব -২০২২

পাখি সংরক্ষণে আমাদের আরও সচেতন হতে হবে বললেন তপশিলী জাতি কল্যাণমন্ত্রী ঊনকোটি জেলা বনাধিকারিক কার্যালয় প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী পাখি উৎসব -২০২২ । এই প্রথমবার ঊনকোটি জেলায় অনুষ্ঠিত হচ্ছে পাখি উৎসব । ত্রিপুরার জৈব বৈচিত্র্যের প্রাকৃতিক আঙ্গিকে বিশেষভাবে জড়িয়ে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি । মূলত এই সব পাখি সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধি করতেই পাখি উৎসব আয়োজনের উদ্দেশ্য । পাখি উৎসবের উদ্বোধন করে তপশিলী জাতি কল্যাণমন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন , জল , জঙ্গল , পশু পাখি আমাদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে । একে যদি আমরা সংরক্ষণ করতে না পারি তাহলে সমূহ বিপদ । পাখি সংরক্ষণে আমাদের আরও সচেতন হতে হবে । তিনি বলেন , সচেতনতার অভাবে আমরা প্রচুর পাখি হত্যা করছি । আবার প্রাকৃতিক কারণেও বহু প্রজাতির পাখির বিলুপ্তি ঘটছে । মন্ত্রী শ্রীদাস বলেন , পাখির ডাক আমাদের মনকে যেমন তৃপ্ত করে তেমনি মনে আনন্দেরও দোলা দেয় । ধানের ক্ষেতে কীট , পতঙ্গ খেয়ে পাখি মানব সমাজের উপকারই করে । তিনি আগামীদিনেও এই জাতীয় উৎসব আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতেও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান । পাখি উৎসবে প্রধান মুখ্য বনপাল ড . ডি কে শর্মা বলেন , আমাদের সংস্কৃতিতে পাখি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে । তিনি বলেন , পাখিকে আমাদের সমাজে স্বাধীনতা , আশা ও শক্তির প্রতীক হিসেবে দেখানো হয় । পাখি প্রগতিরও একটি নিদর্শন । তিনি জানান , ত্রিপুরায় দেশের বিভিন্ন রাজ্য ও দেশের ২৭ টি স্থান থেকে পরিযায়ী পাখিরা আসে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস । উপস্থিত ছিলেন কুমারঘাট পুরপরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস , কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হ্যাপি দাস , অতিরিক্ত জেলাশাসক সত্যব্রত নাথ প্রমুখ । স্বাগত ভাষণ রাখেন জেলা বনাধিকারিক জয়কৃষ্ণান ভি কে । অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ক্যুইজ , বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । সন্ধ্যায় আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য