Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্য৪০ তম আগরতলা বইমেলা প্রথম দিনে মোট ৩ লক্ষ ১ হাজার ৭৫০...

৪০ তম আগরতলা বইমেলা প্রথম দিনে মোট ৩ লক্ষ ১ হাজার ৭৫০ টাকার বই বিক্রয়

বইমেলার প্রথম দিনে মোট ৩ লক্ষ ১ হাজার ৭৫০ টাকার বই বিক্রি হয়েছে । দ্বিতীয় দিনে বইমেলায় কবি সম্মেলন , আলোচনাচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় । কবি সম্মেলন মঞ্চে ৭৭ জন কবি বাংলা ও মগ ভাষায় স্বরচিত কবিতা পাঠ করেন । সঞ্চালনা করেন কবি নকুল রায় । একক আবৃত্তিতে অংশ নেন ১২ জন আবৃত্তিকার । কবি সম্মেলনের পর মঞ্চে অনুষ্ঠিত হয় ত্রিপুরার অন্যান্য ভাষা ও সংস্কৃতি বিষয়ক আলোচনাচক্র । আলোচনায় অংশ নেন নীলকান্ত সিংহ , ড . পদ্মকুমারী চাকমা , ঊষাজেন মগ ও টিএইচ নীলকুমার সিংহ । আলোচকগণ রাজ্যের মগ , চাকমা , মণিপুরী ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার বিকাশে বিস্তারিত আলোচনা করেন । আলোচনাচক্র সঞ্চালনা করেন বিশিষ্ট সাহিত্যিক বীরমঙ্গল সিংহ । এদিন সন্ধ্যায় সুমেধা দেববর্মা ও অলকেন্দ্র দেববর্মা মঞ্চে অনুষ্ঠিত হয় বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান । এতে দক্ষিণ জেলা ও রাজ্যের বিশিষ্ট শিল্পীগণ শাস্ত্রীয় নৃত্য , সমবেতন নৃত্য ও একক সংগীত পরিবেশন করেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য