এইচডিএফসি ব্যাংকে সাধারণ মানুষের জমানো অর্থের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলো। নজীর বিহীন এই ঘটনাটি ঘটেছে এইচডিএফসি ব্যাংকের উদয়পুর শাখায়। জানা যায় উদয়পুর শহরের গিরিধারী পল্লীর অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুনিতি দত্ত সেন মোট ১১ কিস্তিতে উদয়পুরে এইচডিএফসি ব্যাঙ্কে মোট ১৮ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন। গত ৬ জানুয়ারি ২০২৫ ইং তারিখে প্রথম ফিক্সড ডিপোজিটের টাকা মেচুরিটি হয়। তার পরদিন তিনি ব্যাঙ্কে টাকা তুলতে যান। তখন ব্যাঙ্ক ম্যানেজার সুনীতি দত্ত সেন উনাকে বলেন তিনি নাকি ফিক্সড ডিপোজিটের টাকা নাকি আগেই তুলে নিয়েছেন।কথা হল শিক্ষিকার ১১টি ফিক্সড ডিপোজিট যার অরিজিনাল সার্টিফিকেট রয়েছে মহিলার কাছে সেই সার্টিফিকেট জমা দেওয়া ছাড়া কিভাবে কেউ টাকা তুলে নিলো? সেটা আর বুঝার বাকি রইলো না যে ব্যাঙ্কের একটি চক্র ওই মহিলার ১১টি ফিক্সড ডিপোজিটের ১৮ লক্ষ টাকা গায়েব করে দিয়েছে । এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাঙ্কের গ্রাহক প্রতারিত শিক্ষিকা রবিবার রাধাকিশোরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ঘটনার তদন্তেই আসল রহস্য বেরিয়ে আসবে। এই ঘটনার জেরে উদয়পুর এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।