তেলিয়ামুড়া প্রতিনিধি :-
বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা খোয়াই জেলা কমিটির ব্যবস্থাপনায় শুক্রবার সকাল ৯ টায় তেলিয়ামুড়া অশ্বিনী কুমার স্মৃতি কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে সাজেশন বিতরণ কর্মসূচি। এদিনের আয়োজিত সাজেশন বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক কল্যানী সাহা রায় ,তেলিয়ামুড়া , মেধা অন্বেষার ত্রিপুরা চ্যাপ্টারের রাজ্য কমিটির সদস্য পরিক্ষিত দে ,পুর্নিমা রায়,বিবেকানন্দ দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীত কুমার দাস,প্রাক্তন শিক্ষক সজল ঘোষ সহ অন্যান্যরা । এদিন তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের তিন শতাধিক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীদের হাতে এই সাজেশন তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক কল্যানী সাহা রায় বলেন হল ঘরে প্রবেশ করে উপস্থিত ছাত্র ছাত্রীরা সামনের সাড়িতে এসে বসতে দেখে এর প্রশংসা করেন। তিনি বলেন জীবনে চলার পথে সর্বদা সামনে এগিয়ে থাকতে হবে। সফল হতে গেলে সব সময় এগিয়ে থাকার মানসিকতা নিয়ে চলার পরামর্শ দেন ছাত্র ছাত্রীদের। এছাড়াও বিএসইউ মেধা অন্বেষার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন । পাশাপাশি পরীক্ষার্থীদের পড়াশুনাতে মনোযোগী হতে এবং সবাই যাতে ভালো ফলাফল করে তার জন্য আহ্বান জানান