Monday, February 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদঅনুষ্ঠিত হয়ে গেল খোয়াই জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান।

অনুষ্ঠিত হয়ে গেল খোয়াই জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান।

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ৩০শে জানুয়ারি…… বৃহস্পতিবার সকাল ১১ টায় খোয়াই জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত । এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন করেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু ভট্টাচার্য। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীমতি নব লক্ষি দেববর্মা, জাম্বুরা গ্রামের প্রধান নিলিমা দেবনাথ, স্কুলের এস এম সি কমিটির চেয়ারম্যান বিজয় কুমার দেবনাথ, এস এম সি কমিটির সদস্য কমল দেবনাথ সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে স্কুলের ছাত্ররা মশাল দৌড় দিয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করে। এরপর শপথ বাক্য পাঠ করেন স্কুলের ছাত্রী তনুশ্রী দেবনাথ এর পরবর্তীতে পতাকা উত্তোলন করে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিংকু ভট্টাচার্জী। পরবর্তীতে এই অনুষ্ঠানের প্রধান অতিথি টিংকু ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি আলোচনা করতে গিয়ে বলেন এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে উনার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল এবং এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে উনি অনেকটাই আবেগ আপ্লুত। তিনি বলেন খেলাধুলা এবং পড়াশোনা ছাত্র-ছাত্রীদের জন্য দুটো জিনিসই অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। একটাকে বাদ দিয়ে আরেকটা সম্পূর্ণ করা যায় না। পরবর্তীতে এসএমসি কমিটির সভাপতি বিস্তারিতভাবে অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করেন এবং আজকের অনুষ্ঠানের প্রথমার্ধের কাজ সমাপ্তি করেন ।পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেক ধরনের প্রতিযোগিতা মুলক খেলাধুলা অনুষ্ঠিত হয় পাশাপাশি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে স্কুলের ছাত্র ছাত্রীরা নাচ, গান ,পি টি প্রদর্শন করেন। এরপর বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের মধ্যে দৌড় প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টে খেলা শুরু হয়। প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয় তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবমিলিয়ে জাম্বুরা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাঙ্গন ছিল বেশ জমজমাট ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য