Saturday, January 18, 2025
বাড়িখবররাজ্যঐতিহ্য বজায় রেখে নেতাজী সুভাষ জন্মজয়ন্তীতে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের বর্ণময় অনুষ্ঠানের আয়োজন

ঐতিহ্য বজায় রেখে নেতাজী সুভাষ জন্মজয়ন্তীতে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের বর্ণময় অনুষ্ঠানের আয়োজন

প্রতিবছরের ন্যায় এবারও মহাসাড়ম্বরে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯ জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিয়েছে নেতাজী সুভাষ বিদ্যানিকেতন৷ ৷ এদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা ৷ এবছর তৃতীয় শ্রেনী থেকে শুরু করে একাদশ শ্রেণী পর্যন্ত ২৬ টি থিম তৈরী করা হয়েছে।

এই অনুষ্ঠান উপলক্ষ্যে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে শুক্রবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান, ঐতিহ্য বজায় রেখে বিদ্যালয়ের তরফে এবারও নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন করা হবে৷ এছাড়া এই অনুষ্ঠানকে ঘিরে যেন কোনো বিশৃঙ্খলার পরিবেশ তৈরী না হয় তারজন্য আরক্ষা দপ্তর থেকে সাহায্যে চাওয়া হয়েছে। দফতর থেকে সাহায্যের আশ্বাস মিলেছে। পাশাপাশি ১৯৫০ সাল থেকে প্রতিবছর নেতাজী জন্ম জয়ন্তী উদযাপন করছে বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা বলেও জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য