Sunday, August 31, 2025
বাড়িখবররাজ্যবীর শহীদ ক্ষুদিরাম বসু আজও যুবসমাজের কাছে অনুপ্রেরণার এক মহান নাম- রাজীব...

বীর শহীদ ক্ষুদিরাম বসু আজও যুবসমাজের কাছে অনুপ্রেরণার এক মহান নাম- রাজীব ভট্টাচার্য

রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে বৃহস্পতিবার বিপ্লবী ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির প্রতিস্থাপন করা হয় ।এই অনুষ্ঠানেই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীদের বাইসাইকেল প্রদান করা হয় ।এই দুই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

দেশের স্বাধীনতা সংগ্রামে এক বীর সেনানীর নাম ক্ষুদিরাম বসু ।স্বাধীনতা আন্দোলনে তার অবিস্মরণীয় কীর্তিকে স্মরণে রেখে রাজ্যে আগরতলায় ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করা হয় ।এই বিদ্যালয়ে বৃহস্পতিবার শহীদ ক্ষুদিরাম বসুর এক মর্মর মূর্তি প্রতিস্থাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ।অনুষ্ঠানে শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন তিনি ।এই প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন ,বীর শহীদ ক্ষুদিরাম বসুর মাতৃভক্তির নিদর্শন তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে এই মর্মর মূর্তির প্রতিস্থাপন করা হয়েছে। এই বিদ্রোহী বীর শহীদের কাছ থেকে এগিয়ে চলার পথে বিশেষ প্রেরণা লাভ করবে তরুণ প্রজন্ম ।তিনি আরো জানান ,ক্ষুদিরাম বসু আমাদের কাছে একটা গর্বের বিষয়।

এদিন ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের নবম শ্রেণীর ছাত্রীদের বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ।এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, মাতৃ শক্তির জাগরনের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্টে মহিলা বিল পাস করেছেন। রাজ্য সরকারও রাজ্যে মাতৃ শক্তির জাগরণের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে ।এর অন্যতম বিদ্যালয় স্তরের ছাত্রীদের বাইসাইকেল প্রদান করা। তিনি জানান, ছাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যেই এই বাইসাইকেল বিতরণ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা । বাইসাইকেল পেয়ে খুশি বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য