Wednesday, February 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে চার বাংলাদেশি নাগরিকসহ এক ভারতীয় টাউট গ্রেফতার

তেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে চার বাংলাদেশি নাগরিকসহ এক ভারতীয় টাউট গ্রেফতার

সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ সফল অভিযানের ভিত্তিতে তেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে চার বাংলাদেশি নাগরিকসহ এক ভারতীয় টাউটকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানার পুলিশ দাবি করেছে গতকাল রাত আনুমানিক সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ এই অভিযান সংঘটিত হয়। বর্তমানে আটককৃতদের খোয়াই কোর্টে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে দাবী করা হয়েছে পুলিশ রিমান্ডের ভিত্তিতে এই ঘটনার পেছনে কি রয়েছে বাংলাদেশী নাগরিকেরা কি উদ্দেশ্যে এসেছিলেন কোথা থেকে আসছিলেন কোথায় যাওয়ার পরিকল্পনা ছিল ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো সামনে আনার প্রয়াস রয়েছে। ধৃতরা হল বাংলাদেশের নাগরিক মঈন উদ্দিন মিয়া, রিমন মিয়া, রহিম আহমেদ, সুমন মিয়া, এছাড়া ধর্মনগরের আমির উদ্দিন নামে এক যুবক রয়েছে। শুধু তেলিয়ামুড়া না এই সময়ের মধ্যে গোটা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে অবৈধ উপায়ে বাংলাদেশি নাগরিকদের ধরপাকড় চলছে তার পরিপ্রেক্ষিতে সীমান্ত নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন চিহ্ন জোরালো হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য