Wednesday, February 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই গ্লোবাল কোলাজিয়া স্কুলের ১৬ বছর পূর্তি উপলক্ষে খোয়াই নতুন টাউন হলে...

খোয়াই গ্লোবাল কোলাজিয়া স্কুলের ১৬ বছর পূর্তি উপলক্ষে খোয়াই নতুন টাউন হলে অনুষ্ঠিত হলো বার্ষিক দিবস অনুষ্ঠান।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১১ ই জানুয়ারি……. শুক্রবার সন্ধ্যায় খোয়াই নতুন টাউন হলে খোয়াই দুর্গানগর স্থিত গ্লোবাল কোলাজিয়া স্কুলে বার্ষিক দিবস পালিত হলো। সেখানে উপস্থিত ছিলেন স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং খোয়াই এর গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এই জমজমাট বাৎসরিক দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নিবাস সাহা কাউন্সিলর মৃত্যুঞ্জয় নাথ শর্মা এবং স্কুলের প্রিন্সিপাল শ্রীমতি সুপর্ণা সোম সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরবর্তীতে অতিথিদেরকে ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। এরপর অনুষ্ঠানের শুরুতেই স্কুলের প্রিন্সিপাল মহোদয়া সুপর্ণা সোম বলেন মূলত ২০০৮ সালে খোয়াই দুর্গানগর স্থিত এই স্কুলটি শুরু করেন। এবং এই স্কুল শুরুর কথা নিয়ে প্রিন্সিপাল মহোদয়া বলেন ২০০৮ সালে স্কুলটি শুরু করার আগে সুপর্ণা মহোদয়া উনার পিতার কাছে অনুমতি চেয়েছিলেন স্কুল খোলার জন্য সঙ্গে সঙ্গে উনার পিতা স্কুল খোলার জন্য অনুমতি প্রদান করেন। এই বিষয়ে তিনি এও বলেন উনার পিতা অনুমোদন দিয়েছেন কারণ উনার পিতামহ (দাদু) প্রয়াত শিক্ষক উপেন্দ্র মোহন সোম ওনার উদ্যোগে পাঁচজনে মিলে খোয়াই এর স্বনামধন্য বিদ্যালয় শ্রীনাথ বিদ্যানিকেতন প্রতিষ্ঠিত করেছিল। তাই যথারীতি স্কুল খোলার বিষয়ে অনুমতি প্রদান করেন। যথারীতি ২০০৮ সালে প্রিন্সিপাল মহাদেয়া মন্টেস্বরী ট্রেনিং করে খোয়াই মন্টেস্বরী স্কুল চালু করেন পরবর্তীতে ২০১৭ সালে গ্লোবাল কলেজিয়া স্কুল চালু করা হয়। এবং তিনি বলেন এই স্কুল থেকে পড়াশোনা করে অনেক ছেলেমেয়েরা সম্মানের সহিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে স্থান করে নিয়েছেন বিভিন্ন স্কুল থেকে। বর্তমানে স্কুলটি তে প্রায় দেড়শ জনের মত ছাত্র-ছাত্রী হয়েছেন। পাশাপাশি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি স্কুলটির সফলতা কামনা করেন এবং তিনি আশা ব্যক্ত করেন এই স্কুলটি আগামী দিনে ভালো স্থান করে নিবে। প্রথমার্ধ অনুষ্ঠানের পর স্কুলের ছেলেমেয়েদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন যোগা অনুষ্ঠান করা হয় পাশাপাশি এই স্কুল থেকে পড়াশোনা করে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে সম্মানের সহিত উত্তীর্ণ ছেলেমেয়েদেরকে স্কুলের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য