মেয়র দীপক মজুমদার বিধায়ক হিসেবে জয়নগরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করল। বৃহস্পতিবার উনার উপস্থিতিতে অনুষ্ঠিত হল হাওড়া নদীর উপর বেইলি ব্রিজ স্থাপনের ভুমি পূজন। বলা চলে কাঠের ব্রিজ থাকাকালীন বন্যার সময় একটা আতঙ্কের কারণ থাকতো এবং বাধারঘাট সহ বিস্তীর্ণ এলাকার প্রায় এক হাজারের উপর লোক প্রত্যেকদিন চলাচল করে এই ব্রীজ দিয়ে। ৬ মাস এই এলাকার জনগণকে অপেক্ষা করার কথা বলে ছয় মাসের ভেতরেই নির্মাণের কাজ সম্পূর্ণ হবে বলে বলেছিলেন তিনি । আজ ভূমি পূজনের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। যার প্রকল্পের খরচ ধরা হয়েছে ১ কোটি ৭৬ লক্ষ ৪২ হাজার ৪২২ টাকা ৯৭ পয়সা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, ৩৬ নং ওয়ার্ডের কর্পোরেটর নিতু গুহ দে, তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর ডক্টর মনোজ দেব রায়, রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা।