“Motivational cum Interactive” সেমিনারে যোগদানের জন্য জানুয়ারী মাসের ১৪ তারিখ আগরতলা আসছেন গণিত অলিম্পিয়াড, আইআইটি (IITJEE) এবং মেডিকেল এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য ভারতের অন্যতম বিখ্যাত পরামর্শদাতা প্রশান্ত জৈন।সেমিনারের মূল বিষয় হলো “How to build strong Mathematics” | সেমিনারটি অনুষ্ঠিত হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান সংস্থার জনৈক কর্মকর্তা। এদিন তিনি আরো জানান যে প্রশান্ত জৈন ভারতবর্ষের শিক্ষাজগতের মানচিত্রে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, এবং উনি ভারতবর্ষের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সবথেকে বড় প্লাটফর্ম, “UNACADEMY”-র সাথে যুক্ত, শিক্ষাদানের প্রতি তার আবেগের সাথে গণিতে তার দক্ষতা ভারতবর্ষের শিক্ষা আঙিনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাছাড়া প্রশান্ত জৈন IITJEE-2008 পরীক্ষায় সর্বভারতীয় রেঙ্ককিং-42 অর্জন করেছিলেন এবং 2012 সালে IIT Bombay থেকে কম্পিউটার সায়েন্স শাখায় স্নাতক হন। তিনি আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে স্বর্ণপদক বিজয়ী হন এবং আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াডে যোগ্যতা অর্জন করেন বলেও জানান তিনি। পাশাপাশি তিনি “জাতীয় গণিত অলিম্পিয়াড (IOQM)” এর জন্য সবচেয়ে বেশি প্রচলিত এবং সর্বাধিক বিক্রিত বইয়ের লেখকও বলে জানান সংস্থার জনৈক কর্মকর্তা।