নতুন বছরের আগমনের সাথে রাজ্যের মাটিতে ভূমিষ্ঠ হল দুই শিশু কন্যা। খুশির হাওয়া হাসপাতাল থেকে শুরু করে পরিবার পরিজনদের মধ্যে। জানা যায় আগরতলার আইজিএম হাসপাতালের প্রসূতি বিভাগে রবিবার রাত ১২ টা থেকে সোমবার সকাল পর্যন্ত দুইটি কন্যা শিশু জন্ম নেয়। প্রসব হওয়া শিশুদের স্বাগত জানান হাসপাতালের প্রসূতি বিভাগের নার্সরা। তারা আনন্দে মেতে উঠেন ভূমিষ্ঠ হল দুই শিশু কন্যাকে নিয়ে। নতুন বছর ঘরের লক্ষী বলে পরিচিত কন্যা সন্তানদের আগমনে খুশি পরিবারের সদস্যরাও। এদিন সংবাদ মাধ্যমকে নিজ অভিমত ব্যক্ত করতে নতুন বছরে ভূমিষ্ঠ হওয়া শিশুদের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন আইজিএম হাসপাতালের প্রসূতি বিভাগের এক নার্সিং অফিসার।