Wednesday, February 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবর্তমান সময়ে বাংলাদেশে হিন্দু সনাতন ধর্মের উপর আক্রমণ, লুটপাট চলছে। তারই প্রতিবাদে...

বর্তমান সময়ে বাংলাদেশে হিন্দু সনাতন ধর্মের উপর আক্রমণ, লুটপাট চলছে। তারই প্রতিবাদে খোয়াই জেলা সনাতন ধর্মের সাংবাদিক সম্মেলন।

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ৩১ শে ডিসেম্বর…… বর্তমান সময়ে দেখা যাচ্ছে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তান সহ বিভিন্ন দেশগুলিতে সনাতন ধর্মাবলম্বী মানুষজনের উপর আক্রমণ দিন দিন বেড়েই চলেছে। তাছাড়া আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে সরকার পরিবর্তন হওয়ার পর রাজনৈতিক প্রতিহিংসার পরিধি বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় বাংলাদেশের বসবাসরত সনাতন ধর্মের নাগরিকবৃন্দের উপর আক্রমণ লুটপাট নারী নির্যাতন, ধর্ষণ এই সমস্ত প্রতিহিংসমূহ কর্মকাণ্ড বৃদ্ধি পেয়ে চলেছে। এর মধ্যে গত কিছুদিন আগে ইসকনের বৈষ্ণব ভক্ত চিন্ময় প্রভু দাস সহ বেশ কয়েকজন সাধুকে মিথ্যা রাষ্ট্র দ্রোহের মামলায় জড়িয়ে জেল বন্দী করে রেখেছে। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় আইনি লড়াই করার জন্য আইনজীবী নিয়োগ করা সম্ভব হচ্ছে না। যদিও পরবর্তীতে একজন আইনজীবী সাধুদের পক্ষে দাঁড়িয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় খোয়াই জেলা সনাতন ধর্ম সংগঠনের পক্ষে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলন করার মূল উদ্দেশ্য হলো আগামী চার এবং পাঁচই জানুয়ারি খোয়াইতে শুরু হবে সনাতন ধর্ম সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সনাতন ধর্ম সম্মেলন কে সফল্যমন্ডিত করে তোলার জন্য যে আয়োজক কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটির আহবায়ক শ্রী অভিজিৎ দত্ত ভৌমিক। সহকারী আহবায়ক শ্রী অলক চৌধুরী, উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রীয়তোষ ঘোষ, আইনজীবী ননীগোপাল দেবনাথ, সৌর প্রতিম শর্মা, অসিত ঘোষ সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে সনাতন ধর্ম সম্মেলনের আয়োজক কমিটির কনভেনার শ্রী অভিজিৎ দত্ত ভৌমিক বলেন আগামী চারই জানুয়ারি বেলা দুইটায় সুভাষ পার্ক স্থিত শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে সনাতনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং এক রেলি অনুষ্ঠিত হবে। এবং এই রেলিতে ইস্কনের বিভিন্ন দেশের প্রভুরা অংশগ্রহণ করবে। ঠিক একই রকম ভাবে ৫ই জানুয়ারি খোয়াই জেলার অন্তর্গত বিভিন্ন এলাকাতে মহানাম কীর্তন পথসভা করা হবে অর্থাৎ সনাতন ধর্মের প্রচার ও প্রসার করা হবে। শ্রী ভৌমিক আরো বলেন সনাতন ধর্ম কে বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই সনাতন ধর্মের প্রচার ও প্রসার ঘটাতে হবে এবং সনাতন ধর্ম যে এক ধরনের মানবসেবা সেটা সকলের কাছে তুলে ধরতে হবে। সর্বশেষে তিনি বলেন আগামী চার ও পাঁচ তারিখ দল মত নির্বিশেষে সনাতন ধর্মকে ঊর্ধ্বে তোলার প্রচেষ্টাকে পাথেয় করে আগামী ৪ এবং ৫ জানুয়ারি খোয়াই জেলার অন্তর্গত সনাতন ধর্ম সম্মেলন সফল করতে সকলকে এগিয়ে আসার প্রার্থনা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 − fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য