মঙ্গলবার সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের অবমাননার বিরুদ্ধে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে আম্বেদকর সম্মান যাত্রা কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসাবে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন থেকে এক রেলি বের করা হয় এবং রেলিটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পদত্যাগের দাবী জানানো হয়েছে। এদিন সংবাদ মাধ্যমকে যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানান , সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের অবমাননার অর্থ দেশের সংবিধানকে অপমান করা। প্রদেশ কংগ্রেস এটা কোনোভাবে মেনে নিচ্ছে না। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে। এদিনের কর্মসূচিতে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।